বিনা খরচে চালু হচ্ছে ইন্টারনেট সেবা

Home Page » প্রথমপাতা » বিনা খরচে চালু হচ্ছে ইন্টারনেট সেবা
রবিবার, ১০ মে ২০১৫



images.jpgবঙ্গ-নিউজঃ অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পের আওতায় রোববার থেকে সারা দেশে চালু হতে যাচ্ছে বিনা খরচে ইন্টারনেট সেবা।
ফেইসবুকের এ প্রকল্পের (www.internet.org) আওতায় ডেটা খরচ ছাড়াই ইন্টারনেট ব্যবহার করা যাবে; পাওয়া যাবে বিভিন্ন ওয়েবসাইট দেখার সুযোগ।

বাংলাদেশে এ প্রকল্পে সহায়তা করছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি। প্রাথমিকভাবে শুধু রবি গ্রাহকরাই এ সুবিধা পাবেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রোববার বেলা ১১টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে প্রকল্পটির উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে ফেইসবুকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে এ প্রকল্পের আওতায় দেশের প্রথম সারির কয়েকটি সংবাদপত্র, জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টালসহসহ মোট ২৬টি ওয়েবসাইট বিনামূল্যে দেখা যাবে।

অর্থাৎ এসব ওয়েবসাইট ব্রাইজ করতে গ্রাহকের কোনো ইন্টারনেট খরচ লাগবে না।

শুরুতে শুধু রবির গ্রহকরা এ সুবিধা পেলেও পরবর্তীতে অন্য অপরেটররাও এতে যুক্ত হবেন।

পর্যায়ক্রমে সরকারের সব সেবাদানকারী ওয়েবসাইট ও গুরুত্বপূর্ণ নাগরিক সেবার কনটেন্টও এ সুবিধার আওতায় আসবে।

ইন্টারনেট ডট ওআরজি অ্যাপের সাহায্যে মোবাইলে এবং সরাসরি কম্পিউটারে বিনা খরচে ওই সব ওয়েবসাইটের বিস্তারিত দেখা যাবে। অ্যাপের মাধ্যমে অথবা সরাসরি ইন্টারনেট ডট ওআরজিতে লগ ইন করে ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।

তথ্য-প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের  বলেন, “গত বছর মে মাসে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সিলিকন ভ্যালির ফেইসবুক অফিসে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। তিনি সে সময় বাংলাদেশের ইন্টারনেট ডট ওআরজি চালুর আহ্বান জানান। ”

এর ধারাবাহিকতায় চলতি বছর ফেব্রুয়ারিতে ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ চলাকালে বাংলাদেশে প্রকল্পটি চালুর প্রতিশ্রুতি দেয় ফেইসবুক কর্তৃপক্ষ।

গত ২১ এপ্রিল এটুআই ও তথ্যপ্রযুক্তি বিভাগ এ প্রকল্প চালুর উদ্যোগ নিলেও কিছু কারিগরি জটিলতার কারণে তা সম্ভব হয়নি।

ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বিশ্বের ইন্টারনেট সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ইন্টারনেট ডট ওআরজি প্রতিষ্ঠা করেন। এটি একটি বৈশ্বিক অংশীদারিত্বমূলক উদ্যোগ।

এশিয়া, আফ্রিকাসহ বিভিন্ন মহাদেশের ইন্টারনেট সুবিধাবঞ্চিত মানুষের কাছে ইন্টারনেট পৌঁছানোই এর মূল লক্ষ্য।

ইতিমধ্যে তানজানিয়া, কেনিয়া, কলাম্বিয়া, ঘানা, জাম্বিয়া ও ভারতে এ প্রকল্প চালু হয়েছে।

ফেইসবুকের পাশাপাশি এ উদ্যোগে রয়েছে স্যামসাং, এরিকসন, মিডিয়াটেক, ওপেরা সফটওয়্যার, কোয়ালকম ও নকিয়া।

বাংলাদেশ সময়: ৯:৫৩:৫৭   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ