কনজারভেটিভ পার্টির জয়ের আভাস

Home Page » বিশ্ব » কনজারভেটিভ পার্টির জয়ের আভাস
শুক্রবার, ৮ মে ২০১৫



1.JPG5.JPGবঙ্গনিউজ ডটকমঃ যুক্তরাজ্যে ভোটের বুথ ফেরত জরিপে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টির জয়ের আভাস পাওয়া গেছে।

তবে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা কিছু আসন কম পাচ্ছে বলে বুথ ফেরত জরিপে বলা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় ভোট শেষ হওয়ার পর ওই বুথ ফেরত জরিপে বলা হয়, কনজারভেটিভ পার্টি ৩১৬টি আসন পেতে চলেছে। আর প্রধান বিরোধী দল লেবার পার্টি পেতে চলেছে ২৩৯ আসন।

স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ৫৮টি আসনে এবং লিবারেল ডেমোক্রেটস ১০টি আসনে জয় পেতে চলেছে বলে জরিপে বলা হয়েছে।

এছাড়া ‘এন্টি-ইইউ ইউকে ইন্ডিপেনডেন্স’ (ইউকিপ) দুটি, ওয়েলস ন্যাশনালিস্ট পার্টি প্লেইড কিমরু চারটি এবং গ্রিন পার্টির দুটি আসনে জয়ের আভাস দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড ভোট দেয়ার পর স্ত্রীকে নিয়ে ভোটকেন্দ্র ছেড়ে যাচ্ছেন।
বিবিসি, স্কাই টিভি ও আইটিভির পক্ষে এনওপি/এমওআরআই দেশজুড়ে ভোটকেন্দ্র ঘুরে এ জরিপ করে।

জরিপ অনুযায়ী ক্ষমতাসীন কনজারভেটিভ ও তাদের শরিক দল লিব ডেমস ৩২৬ আসন পেলে তারা আবার সরকার গঠন করতে পারবে,যাতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবেন ডেভিড ক্যামেরন।

অন্যদিকে এসএনপি ও লিব ডেমকে পক্ষে টেনেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩২৬ এমপি যোগাড় করতে পারবেন না লেবার নেতা এড মিলিব্যান্ড।

জরিপের ভিত্তিতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে,স্কটল্যান্ডে এসএনপির হাতে ধরাশয়ী খেয়ে থাকতে পারে লেবার পার্টি। সেখানে তাদের ভোট গড়ে ১৮ শতাংশের মতো কম পড়তে পারে।

জরিপকারীরা গ্রেট ব্রিটেনের ১৩৩টি আসনের ১৪১টি নির্বাচনী এলাকার ২২ হাজার মানুষের সাক্ষাৎকার নিয়েছে বলে বিবিসি জানিয়েছে।

তাদের জরিপ অনুযায়ী, ২০১০ সালের নির্বাচনের চেয়ে ১৬ শতাংশ কম ভোট পেতে চলেছে লিবারেল ডেমোক্রেটস,যা ভোটের আগের সবচেয়ে বাজে করার পূর্বাভাসের চেয়েও খারাপ।

নির্বাচন ঘিরে লেবার নেতা এড মিলিব্যান্ডকে আক্রমণ দি সানের। ব্রিটিশ ট্যাবলয়েডগুলোতে ছাপা প্রবন্ধগুলোর ৭৭ শতাংশেরই আক্রমণের লক্ষ্যবস্তু ছিল মিলিব্যান্ড, যা ১৯৯২ সালে লেবার নেতা কিনকের বিরোধিতাকেও ছাড়িয়ে গেছে।

নির্বাচন ঘিরে লেবার নেতা এড মিলিব্যান্ডকে আক্রমণ দি সানের। ব্রিটিশ ট্যাবলয়েডগুলোতে ছাপা প্রবন্ধগুলোর ৭৭ শতাংশেরই আক্রমণের লক্ষ্যবস্তু ছিল মিলিব্যান্ড, যা ১৯৯২ সালে লেবার নেতা কিনকের বিরোধিতাকেও ছাড়িয়ে গেছে।

দলটির নির্বাচনী প্রচার সেলের প্রধান লর্ড অ্যাশডাউন বিবিসিকে বলেছেন,”এই বুথ ফেরত জরিপ ঠিক হলে আমি আমার হ্যাট খাব।”

বুথ ফেরত জরিপ নিয়ে সাবধানী এসএনপি নেতা নিকোলা স্টার্জেওনও।

“খুব সাবধানতার সঙ্গে আমি এক্সিট পোল বিবেচনা করছি। আমি একটি ভালো রাতের আশা করছি। তবে ৫৮টি আসন একটু বেশি হয়ে যায়!,” এক টুইটে বলেছেন তিনি।

ব্রিটিশ পার্লামেন্টের (হাউজ অব কমন্স) ৬৫০টি আসনে প্রতিনিধি নির্বাচনে নিবন্ধিত ভোটার ছিলেন প্রায় ৫ কোটি।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা (বাংলাদেশ সময় বেলা ১২টা) থেকে ৫০ হাজার কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় রাত ১০টায় (বাংলাদেশ সময় শুক্রবার রাত ৩টা)।

মাঝরাতের মধ্যেই বেশ কয়েকটি আসনে ফল ঘোষিত হতে পারে। চূড়ান্ত ফল ঘোষণা হবে শুক্রবার।

পার্লামেন্টের ৫৩৩টি আসনেই প্রতিনিধি নির্বাচনে ভোট দেন ইংল্যান্ডের ভোটাররা। এছাড়া ৫৯টি আসনের জন্য স্কটল্যান্ড, ৪০টিতে ওয়েলস এবং ১৮টিতে নর্দার্ন আয়ারল্যান্ডের ভোটাররা ভোট দেন।

পার্লামেন্টের (হাউজ অব কমন্স) পাশাপাশি দেশটির ২৭৯টি স্থানীয় কাউন্সিলের ৯ হাজার সদস্য পদ এবং বেডফোর্ড, কোপল্যান্ড, লিচেস্টার, ম্যানসফিল্ড ও মিডলবরোর মেয়র নির্বাচনেও ভোট চলে একইসঙ্গে।

মা শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের নিয়ে কেমডেনের একটি কমিউনিটি সেন্টারে আসেন টিউলিপ সিদ্দিক, যেখানে তার আসন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নের ভোট গণনা চলছে।

মা শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের নিয়ে কেমডেনের একটি কমিউনিটি সেন্টারে আসেন টিউলিপ সিদ্দিক, যেখানে তার আসন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নের ভোট গণনা চলছে।
মা শেখ রেহানাকে নিয়ে কেমডেনের একটি কমিউনিটি সেন্টারে টিউলিপ সিদ্দিক, যেখানে তার আসন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নের ভোট গণনা চলছে।

মা শেখ রেহানাকে নিয়ে কেমডেনের একটি কমিউনিটি সেন্টারে টিউলিপ সিদ্দিক, যেখানে তার আসন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নের ভোট গণনা চলছে।
এবার ব্রিটিশ পার্লামেন্টের সদস্য পদে ১১ জন ব্রিটিশ বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন, যাদের মধ্যে বঙ্গবন্ধুর নাতনী, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকও রয়েছেন।

লেবার পার্টির হয়ে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে এমপি প্রার্থী টিউলিপ।

এছাড়া লেবার পার্টি থেকে বর্তমান এমপি রুশনারা আলী লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে, রূপা হক ইলিং সেন্ট্রাল, মেরিনা আহমদ বেকেনহ্যাম, আনওয়ার বাবুল মিয়া ওয়েলউইন অ্যান্ড হাটফিলড, আলী আখলাকুল রায়গেইট অ্যান্ড বানস্টেড ও এমরান হোসাইন নর্থ ইস্ট হ্যাম্পশায়ার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহ্যাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিনা রহমান এবং লিবারেল ডেমোক্রেটস থেকে নর্দাম্পটন সাউথ আসনে প্রিন্স সাদিক চৌধুরী, লুটন সাউথ থেকে আশুক আহমদ এবং ওয়েলসের আর্ফন থেকে মোহাম্মদ সুলতান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১১:২৫:৩১   ৪৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ