শমসের-গয়েশ্বরের জামিন দিয়েছে হাই কোর্ট

Home Page » আজকের সকল পত্রিকা » শমসের-গয়েশ্বরের জামিন দিয়েছে হাই কোর্ট
বৃহস্পতিবার, ৭ মে ২০১৫



mobin-goyesar.jpgবঙ্গনিউজ ডটকমঃ এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাই কোর্ট।বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ তাদের পৃথক আবেদন শুনে রুলসহ জামিনের এই আদেশ দেয়।

দুই মামলায় জামিন পাওয়ায় শমসের মবিন চৌধুরীর কারামুক্তিতে আইনগত বাধা নেই-বলেছেন তার আইনজীবী মাসুদ রানা।

তাকে কেন নিয়মিত জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। চার সপ্তাহের মধ্যে ঢাকার জেলা প্রশাসককে এর জবাব দিতে বলা হয়েছে।

সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন।

শমসেরের পক্ষে শুনানি করেন মাসুদ রানা। গয়েশ্বর রায়ের পক্ষে ছিলেন আইনজীবী নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবদুল খালেক।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও বাধাদানের অভিযোগে গত ২৪ ডিসেম্বর চকবাজার থানায় এবং ওই হাজিরাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংসদ সদস্য ছবি বিশ্বাসের গাড়ি ভাংচুর ও হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় শমসের মবিনের জামিনের আবেদন করা হয়। চলতি বছরের ৮ জানুয়ারি শমসের মবিন গ্রেপ্তার হন।

সরকারি ও বেসরকারি যানবাহনের ক্ষতিসাধনের জন্য কার্যক্রম পরিচালনায় ষড়যন্ত্রের চেষ্টা, প্রস্তুতি ও সহায়তার অভিযোগে গত বছরের ২৬ ডিসেম্বর তুরাগ থানায় একটি মামলা হয়। ওই মামলায় গয়েশ্বর রায় জামিনের আবেদন জানান।

নিতাই রায় চৌধুরী জানান, শাহবাগ থানায় করা ওই মামলাটিতে গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন বিষয়ে রুল হয়েছে। নিম্ন আদালতে একটি মামলায় জামিন আবেদন শুনানির অপেক্ষায়।

বাংলাদেশ সময়: ১০:২৯:৪৭   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ