এলজি জি৪ সেরা স্মার্টফোন ক্যামেরা

Home Page » এক্সক্লুসিভ » এলজি জি৪ সেরা স্মার্টফোন ক্যামেরা
বুধবার, ৬ মে ২০১৫



thismightbethebestsmartphonecameraontheplanet.pngবঙ্গনিউজ ডটকমঃ ইলেক্ট্রনিকস পণ্য নির্মাতা এলজি তাদের নতুন স্মার্টফোন জি৪ উন্মোচন করেছে মঙ্গলবার। ‘সম্ভবত এটাই বিশ্বের সেরা স্মার্টফোন ক্যামেরা’-বলা হয়েছে মার্কিন সংবাদ সংস্থা সিএনএনের প্রতিবেদনে।জি৪-এর ক্যামেরা অ্যাপ চালু হতে সময় নেয় ০.৬ সেকেন্ড। ০.২৭৬ সেকেন্ডে ছবি তোলে এর ১৬ মেগাপিক্সেলের এই ক্যামেরা। লেজার অটোফোকাস ফিচার আছে এই ক্যামেরায়, আছে স্পেকট্রাম সেন্সর।

ওই প্রতিবেদনের সূত্রমতে, আইফোন ৬ বা স্যামসাং গ্যালাক্সি এস৬-এর মতো অন্যান্য স্মার্টফোনের ক্যামেরার চেয়ে জি৪-এর ক্যামেরার অ্যাপারচার বড়, এফ ১.৮, যেটি গ্যালাক্সি এস৬-এ ১.৯ এবং আইফোন৬-এর ২.২। বাজারের স্মার্টফোনগুলোর ক্যামেরার সেটিংস অপশনে কিছু সাধারণ সুবিধা থাকলেও, এই স্মার্টফোনের ক্যামেরাতে ব্যবহারকারী ডিজিটাল এসএলআর ক্যামেরার মতো শাটার স্পিড, আইএসও এবং আলো নিয়ন্ত্রণের মতো সুবিধা পাবেন। সেইসঙ্গে রয়েছে কমপ্রেসড জেপিইজি ফাইলে ছবি সেইভ করা আর ফটো এডিটিংয়ের সুবিধা।এতে রয়েছে ৮ মেগাপিএক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

জলদি ক্যামেরা অ্যাপ চালু করতে স্মার্টফোনটির স্ক্রিন লক থাকা অবস্থায় এর ভলিউম ডাউন বাটনে ডাবল ক্লিক করলেই হবে। এরপর একটি ক্লিক করেই ছবি তোলা যাবে। স্মার্টফোনে অন্য কোনো অ্যাপ ব্যবহার করার সময় শুধু ক্যামেরা অ্যাপে টাচ করেই ক্যামেরা অ্যাপ চালু করা যাবে।

বেশিক্ষণ ছবি তোলার জন্য এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৩ হাজার মিলিঅ্যাম্প-আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি- এমনটাই জানিয়েছেন এর নির্মাতারা।

কবে থেকে জি৪ বিক্রি শুরু হবে বা এর দাম কেমন হবে এ বিষয়ে এখনও কিছু জানায়নি এলজি।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:১০   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ