এরশাদ না পুরুষ- না মহিলাঃ বঙ্গবীর কাদের সিদ্দিকী

Home Page » প্রথমপাতা » এরশাদ না পুরুষ- না মহিলাঃ বঙ্গবীর কাদের সিদ্দিকী
সোমবার, ৪ মে ২০১৫



53.jpgবঙ্গনিউজ ডটকমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শান্তিমত দেশ চালানোর জন্য প্রয়োজনে চাড়ালের সাথেও আলোচনা করতে হবে। রোববার বিকেলে জামালপুরে মুক্তমঞ্চের সামনে কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন- খালেদা জিয়া যে বুঝে না এটা তিনি বুঝেন, কিন্তু হাসিনা যে বুঝে না এটা তিনি বুঝেইনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভোটাধিকারের জন্য যুদ্ধ করেছেন। আর বঙ্গবন্ধু’র কন্যা শেখ হাসিনা দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। বিএনপি শুধু পেট্টোল বোমা মারেনি আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরাও পেট্টোল বোমা মেরেছে। অবরোধ-হরতালে কোনো ধনী মানুষ মরেনি শুধু গরীবেরা মরেছে। এ দেশে সবাই মাতবর। কেউ কারো কথা শুনে না। আগামী ১৫ বছর এভাবে দেশ চলতে থাকলে আওয়ামী লীগ মারা গেলে বিএনপি পন্থী কোনো মৌলভী তার জানাজা পড়াবে না। আর বিএনপি মারা গেলে আওয়ামী লীগ পন্থী কোনো মৌলভী তার জানাজা পড়াবে না।

তিনি বলেন- এরশাদ না পুরুষ- না মহিলা। সকালে একটা আর বিকেলে আরেকটা। তার কোনো ব্যালেন্স নাই। তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন- বঙ্গবন্ধু রাজাকার হলে তোমার বাবাও রাজাকার।

কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগ নেতা আনিছুর রহমান, ছাত্র আন্দোলনের নেতা রিফাতুল ইসলাম, মামুনুর রশিদ মামুন প্রমুখ।

উল্লেখ্য, কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে শান্তির দাবিতে অবস্থান কর্মসূচির ৯৭তম দিনে জামালপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ তার কর্মীরা দুপুর ১২টার দিকে জামালপুরে আসেন এবং মুক্তমঞ্চে অবস্থান নেন। বিকেলে সাধারণ মানুষের সাথে মত বিনিময় সভা করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বোরবার মুক্তমঞ্চের পাশে রাত্রীযাপন করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১২:৪৭:০০   ৪০৭ বার পঠিত  




প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ