হুমকির মুখে পাকিস্তানের ক্রিকেটঃরমিজ রাজা

Home Page » ক্রিকেট » হুমকির মুখে পাকিস্তানের ক্রিকেটঃরমিজ রাজা
রবিবার, ৩ মে ২০১৫



12.jpgবঙ্গনিউজ ডটকমঃ ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতেই পারছে না পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও লজ্জাজনক হার। টেস্ট ম্যাচ ড্র হলেও তামিম-ইমরুলের কাছে রীতিমত ধরাশায়ী হয় পাকিস্তানি বোলাররা। সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ‍উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক পাক ক্রিকেটার রমিজ রাজা।ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হারের পরও হতাশা ব্যক্ত করেছিলেন রমিজ। প্রথম টেস্ট ম্যাচ ড্র হওয়ার পর তার কণ্ঠে আরো একগাদা হতাশা ঝরেছে। পাকিস্তান সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা প্রথম ইনিংস শেষে প্রায় তিনশ রানের লিড নিলেও বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে সাড়ে পাচশ’র উপরে রান করেছে। যা পাকিস্তান দলের জন্য খুবই হতাশাজনক।’

সাবেক এই তারকা ব্যাটসম্যান ‍আরও বলেন, ‘পাকিস্তান ক্রিকেট কোথায় যাচ্ছে তা আমি জানি না। বাংলাদেশকে টেস্টে হারাতে না পারলে আমরা কোথায় মুখ দেখাব। মাথা নিঁচু করেই থাকতে হবে। এ ধরণের পারফরম্যান্স অব্যাহত থাকলে কেউই আর আমাদের খেলা দেখবে চাইবে না। এমনকি অন্য কোনো দল পাকিস্তানেরে বিপক্ষে খেলতে আগ্রহ হারিয়ে ফেলবে। যেটি পাকিস্তানের ক্রিকেট ‘ব্র্যান্ডের’ ওপর বড় ধরণের আঘাত বয়ে আনবে।’

২০০৩-০৪ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও’র দায়িত্বে ছিলেন রমিজ। এ যাবৎকালে পাকিস্তানের নজিরবিহীন বাজে বোলিং ‍আর দেখেননি বলেও তিনি উল্লেখ করেন। বাংলাদেশের প্রশংসা করতেও ভোলেননি তিনি। তার মতে, ক্রিকেটে বাংলাদেশ দল অনেক উন্নতি করেছে। বিশ্বকাপেই তারা নিজেদের তুলে ধরেছে।’

রমিজ জোর দিয়ে বলেন, ‘পাকিস্তান ক্রিকেটকে বাঁচাতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিকল্প নেই। তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পাশাপাশি অভিজ্ঞ ও যোগ্য কোচ নিয়োগ দিতে হবে। বিশেষ করে, ঘরোয়া লিগকে ঢালাওভাবে সাজাতে হবে।’

বাংলাদেশ সময়: ১৬:১০:৪০   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ