জয়পুরহাট জেলায় সবজির বাম্পার ফলনঃ কৃষকরা খুশি

Home Page » অর্থ ও বানিজ্য » জয়পুরহাট জেলায় সবজির বাম্পার ফলনঃ কৃষকরা খুশি
রবিবার, ৩ মে ২০১৫



71.jpgবঙ্গনিউজ ডটকমঃ জয়পুরহাট জেলায় খরিপ-১ (২০১৪-১৫) মৌসুমে পটলসহ বিভিন্ন সবজির এবার বাম্পার ফলন হয়েছে। বাজারে এসব সবজির দাম বেশি হওয়ায় কৃষকরা খুশি।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র বাসস’কে জানায়, খরিপ-১ মৌসুমে জেলায় ৫শ’ হেক্টর জমির লক্ষ্যমাত্রার বিপরীতে ৭শ’ ৫০ হেক্টর জমিতে এবার পটলের চাষ হয়েছে। এতে পটল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ হাজার ২শ’ ৫০ মেট্রিক টন ।
সূত্রটি আরও জানায়, জেলায় চাষ হওয়া অন্যান্য সবজি মধ্যে রয়েছে বেগুন ৭৭৫ হেক্টর, করলা ৪৭৫ হেক্টর, বরবটি ৮৫ হেক্টর, ঝিংগা ৯০ হেক্টর, কাকরোল ৩৫ হেক্টর, চিচিংগা ৪৫ হেক্টর, চাল কুমড়া ১৭৫ হেক্টর, মিষ্টি কুমড়া ৩৭০ হেক্টর, ডাটা ২৪০ হেক্টর, পুঁইশাক ২১৫ হেক্টর, লাল শাক ২৭০ হেক্টর, কলমী শাক ৭৫ হেক্টর, শষা ২৬৫ হেক্টর, ঢেঁরস ১৬০ হেক্টর, পেঁপে ৪৫ হেক্টর এবং লতিরাজ কচু ১ হাজার ৩শ’ ৭৫ হেক্টর জমিতে চাষ হয়েছে। এতে সবজি উৎপাদন হয়েছে ১ লাখ ৩১ হাজার ৫৪০ মেট্রিক টন। যা জেলার সবজি চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা সম্ভব হয়েছে। জেলায় এবার অতিরিক্ত বৃষ্টিপাত না থাকায় শাক-সবজির ফলন ভাল হয়েছে বলে জানান কৃষক ও কৃষি কর্মকর্তারা।
জেলার পাঁচবিবি উপজেলার খাসবাট্টা গ্রামের কৃষক সাগর আলী এবার দেড় বিঘা জমিতে পটল চাষ করেছেন। বাজার মূল্য ভাল পাওয়ায় তিনি খুশি বলে জানান। একই গ্রামের কৃষক লাল মিয়া বলেন ১ বিঘা জমিতে বেগুন চাষ করে ভাল ফলন পেয়েছি এবং বাজার মূল্য বেশি পাওয়ায় খুশি বলে জানান।
জেলার শহরের হাট-বাজার গুলো ঘুরে দেখা যায় পটল বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা কেজি, বেগুন ৪০ টাকা কেজি, করলা ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৩২ টাকা, কাকরোল ৪০ টাকা, শষা ১৬ টাকা, লতিরাজ কচু ২৪ থেকে ৩০ টাকা, ঢেঁরস ৩০ থেকে ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা কেজি এবং চাল কুমড়া প্রকার ভেদে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত পিচ বিক্রি করতে দেখা গেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক এ জেড এম সাব্বির ইবনে জাহান বাসস’কে বলেন জয়পুরহাটের সবজির মান খুব ভাল। সে করনে জয়পুরহাটের সবজির বাহিরে চাহিদা বেশি। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে এখান থেকে সবজি নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৩:০৬:৪৬   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ