নেপালে ধ্বংসস্তূপ থেকে আর কারো জীবিত উদ্ধারের আশা নেই : সরকার

Home Page » বিশ্ব » নেপালে ধ্বংসস্তূপ থেকে আর কারো জীবিত উদ্ধারের আশা নেই : সরকার
শনিবার, ২ মে ২০১৫



31.jpgবঙ্গনিউজ ডটকমঃ নেপালে ভয়াবহ ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে আর কারও বেঁচে থাকার সম্ভাবনা নাকচ করে দিয়েছে দেশটির সরকার। গত সপ্তাহে দেশটিতে ভয়াবহ এ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ছয় হাজার ৬২১ জনে পৌঁছেছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী প্রসাদ ধাকাল শনিবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভয়াবহ এই দুর্যোগের পর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেছে। তারা উদ্ধারকাজ ও ত্রাণকাজ চালিয়ে যাচ্ছেন। ধ্বংসস্তুপের নিচে আর কারও বেঁচে থাকার সম্ভাবনা আছে বলে মনে করছেন না তারা।
তিনি বলেন, ভূমিকম্পে আহত মানুষের সংখ্যা বেড়ে ১৪ হাজার ২৩ জনে পৌঁছেছে।
গত শনিবার দুপুরে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কাঠমান্ডু ও এর আশপাশের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা সরকারের। ভয়াবহ এ ভূমিকম্পে প্রতিবেশী দেশ ভারত ও চীনেও শতাধিক লোকের প্রাণহানি হয়েছে।
বিশটিরও বেশি দেশের উদ্ধারকর্মীরা সমন্বিতভাবে স্লাইফার ডগ ও প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪:২৯:৪৭   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ