আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৮ নম্বরে বাংলাদেশ

Home Page » ক্রিকেট » আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৮ নম্বরে বাংলাদেশ
শনিবার, ২ মে ২০১৫



7.jpgবঙ্গনিউজ ডটকমঃ পাকিস্তানকে টপকে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। সদ্য অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে বাংলাওয়াশ হয়ে সাত থেকে একেবারে নয় নম্বরে নেমে গেছে পাকিস্তান।
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী আট নম্বর অবস্থানটি ধরে রাখতে পারলে বাংলাদেশ আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।
বাংলাদেশের সামনে সুযোগ থাকছে সাতে থাকা ওয়েস্ট ইন্ডিজকেও টপকে যাওয়ার। কারণ দুদলেরই রেটিং পয়েন্ট ৮৮। তবে ৩৫ ম্যাচে মোট ৩ হাজার ৯৪ পয়েন্ট ক্যারিবীয়দের। ২৮ ম্যাচে বাংলাদেশের মোট পয়েন্ট ২ হাজার ৪৭১। মোট পয়েন্টে এগিয়ে সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ।
জুন মাসেই ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ। ঘরের মাঠে সেই সিরিজে ভালো করলে ওয়েস্ট ইন্ডিজকে নামিয়ে বাংলাদেশ সাতে উঠে যেতে পারে। তবে সাত-আট-নয় অবস্থানে থাকা তিন দলের মধ্যেই ব্যবধান সামান্য।
আগামী ২০১৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিতে রীতিমতো যুদ্ধ করতে হবে এই তিন দলকে। সে জন্য ৩০ সেপ্টেম্বর ২০১৫ এর মধ্যে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল নিয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি।
পয়েন্ট বাড়ানোর লড়াইতে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের সুযোগ বেশি। কারণ সেপ্টেম্বরের আগে ওয়ানডে সিরিজ খেলবে দুটো দলই। কিন্তু এই সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কোনো সিরিজ নেই।
জুনে ভারত এবং জুলাইতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। অন্যদিকে মে মাসে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১১:২৭:০৭   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ