সরকার গৃহ শ্রমিকদের শ্রম আইনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে

Home Page » জাতীয় » সরকার গৃহ শ্রমিকদের শ্রম আইনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে
শনিবার, ২ মে ২০১৫



41.jpgবঙ্গনিউজ ডটকমঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এম.পি বলেছেন, দেশের ১৪ লাখ গৃহ শ্রমিককে শ্রম আইনের আওতায় আনতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে।
২০১০ সালে প্রণীত ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা’র খসড়া চূড়ান্ত করে তা বাস্তবায়ন করার জন্য কার্যকরী পদক্ষেপ নেয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, শ্রম আইনে গৃহ শ্রমিকদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেয়া হবে।
শুক্রবার মহান মে দিবস পালন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে গৃহশ্রমিক সমাবেশ ও র‌্যালীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক- এর উদ্যোগে আয়োজিত এই শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ও বিলসের চেয়ারম্যান মো. হাবিবুর জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহ উদ্দিন আহম্মদ, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসাইন, বিলসের সহকারী নির্বাহী পরিচালক ও সমন্বয়কারী সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ ও জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও শ্রমিক নেতা আবুল হোসাইন ।
দেশের নেতৃত্বশীল জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং মানবাধিকার সংগঠনসমূহের সমন্বয়ে গঠিত ‘গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক’ আয়োজিত কর্মসূচীতে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে নেটওয়ার্কভুক্ত জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও মানবাধিকার সংগঠনসমূহের মাধ্যমে সংগঠিত গৃহশ্রমিকদের চার শতাধিক প্রতিনিধি এই সমাবেশে যোগদান করেন।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম গৃহশ্রমিক প্রেরণকারী রাষ্ট্র হিসেবে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে লক্ষাধিক নারী গৃহশ্রমিক কর্মরত রয়েছেন। বিদেশে কর্মরত গৃহশ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকার ২০১১ সালে ‘গৃহশ্রমিকদের জন্য শোভন কাজ শীর্ষক আইএলও কনভেনশন ১৮৯’ অনুস্বাক্ষর করেছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, এশিয়া অঞ্চলের ফিলিপাইনসহ বিশ্বের ১৭টি রাষ্ট্র ইতোমধ্যে কনভেনশনটি অনুসমর্থন করেছে।
সমাবেশে অবিলম্বে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা ২০১০ অনুমোদন করা, গৃহশ্রমিকদেরকে শ্রম আইনে অন্তর্ভুক্ত করা, গৃহশ্রমিকদের জন্য শোভন কাজ শীর্ষক আইএলও কনভেনশন ১৮৯ অনুসমর্থন করা, গৃহশ্রমিকদের জন্য নিবন্ধন ও পরিদর্শন ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১০:৫৭:০৩   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ