আজ নেপাল যাচ্ছে ফায়ার সার্ভিসের ২২ সদস্যের একটি বিশেষ প্রশিক্ষিত দল

Home Page » জাতীয় » আজ নেপাল যাচ্ছে ফায়ার সার্ভিসের ২২ সদস্যের একটি বিশেষ প্রশিক্ষিত দল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০১৫



517.jpgবঙ্গনিউজ ডটকমঃ : ভয়াবহ ভূমিকম্পে ভবন ধ্বসে আটকেপড়া লোকজনদের উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণের জন্য নেপাল যাচ্ছে ফায়ার সার্ভিস এর ২২ সদস্যের একটি বিশেষ প্রশিক্ষিত দল ।
প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ২২ সদস্যের একটি বিশেষ প্রশিক্ষিত দল আর্মড ফোর্সেস ডিভিশনের একটি বিমান যোগে আজ বৃহস্পতিবার নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ এর নেতৃত্বে উক্ত আরবান সার্চ ও রেসকিউ টিম প্রয়োজনীয় উদ্ধার যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামাদিসহ নেপাল গমনের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্ধার বাহিনীর নেপালে উদ্ধার কার্যে গমন উপলক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে আজ বিকেলে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, ‘বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্ধার বাহিনী দেশের বাইরে কোন উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করছে। নেপালে সংঘটিত ভূমিকম্পে হতাহতদের উদ্ধারে বিশ্বের আরও অনেক দেশ এগিয়ে এসেছে। ইতোমধ্যেই আমাদের প্রধানমন্ত্রী বন্ধুপ্রতিম দেশ নেপালে ভূমিকম্পে ভবন ধ্বসে আটকে পড়া উদ্ধার কার্যক্রমে ও ত্রাণ তৎপরতায় অংশ গ্রহণ করতে ইচ্ছুক বিশ্বের যে কোন দেশ বাংলাদেশের এয়ারপোর্ট ব্যবহার করতে পারবে বলে ঘোষণা দিয়েছেন।’
তিনি বলেন যে, বর্তমান সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আধুনিকায়ন ও সেবার মান বৃদ্ধির জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। নতুন নতুন ফায়ার স্টেশন নির্মাণ, আধুনিক উদ্ধার যন্ত্রপাতি সংগ্রহ, কর্মীদের দেশে-বিদেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের দক্ষতা ও সাহসিকতার প্রশংসা করে তিনি আশা করেন যে, নেপালেও আমাদের উদ্ধার বাহিনী সফলভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে এবং দেশের জন্য সুনাম ও সম্মান বয়ে আনবে।
তিনি টিমের এর সকল সদস্যের সুস্থতা ও সাফল্য কামনা করে বলেন, বন্ধু প্রতিম রাষ্ট্র নেপালের দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো এবং সার্বিক সহযোগিতা প্রদান আমাদের নৈতিক দায়িত্ব । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড: মোজাম্মেল হক খান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান, সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:২৬   ২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ