বনানীতে অবৈধ মার্কেট উচ্ছেদকালে ভ্রাম্যমান আদালতের ওপর হামলা : গুলিবিদ্ধ ১০

Home Page » প্রথমপাতা » বনানীতে অবৈধ মার্কেট উচ্ছেদকালে ভ্রাম্যমান আদালতের ওপর হামলা : গুলিবিদ্ধ ১০
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০১৫



1.jpegবঙ্গনিউজ ডটকমঃ রাজধানীর বনানীতে ইকবাল টাওয়ার এলাকায় অবৈধ মার্কেট উচ্ছেদকালে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতের ওপর হামলা চালিয়েছে ব্যবসায়ীরা।এসময় আদালতের সাথে থাকা পুলিশ ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশের গুলিতে স্থানীয় ব্যবসায়ীসহ প্রায় ১০ জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়েছে ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সৃষ্ট এ সংঘর্ষ প্রায় সাড়ে ১২টা পর্যন্ত স্থায়ী হয়। সংঘর্ষে গোলাগুলির শব্দে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

বনানী থানার তদন্ত কর্মকর্তা শেখ শাহীনুর রহমান শীর্ষ নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ভ্রাম্যমান আদালত নিয়ে অবৈধ মার্কেট উচ্ছেদ করার জন্য আসলে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে ১০ জনের মতো আহত হয়েছে।

বনানী থানার ডিউটি অফিসার (এসআই) ফরিদা পারভীনও বঙ্গ নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিটি ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বনানী এলাকায় অবৈধ মার্কেট উচ্ছেদ অভিযানে আসলে স্থানীয় ব্যবসায়ীরা হামলা চালায়। এতে পুলিশ তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে প্রায় ১০ জনের মতো গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ কয়েকজনকে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়েছে। তবে ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান অক্ষত রয়েছেন।

তিনি জানান, তাদের এ ভ্রাম্যমান আদালতের বিষয়ে আমাদেরকে কিছু জানায়নি। তার সঙ্গেই পুলিশ নিয়ে এসেছিল।

তিনি আরো জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৪:২৭:০০   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ