কোপা আমেরিকা নেইমারদের বিশ্বকাপ প্রস্তুতি

Home Page » খেলা » কোপা আমেরিকা নেইমারদের বিশ্বকাপ প্রস্তুতি
বুধবার, ২৯ এপ্রিল ২০১৫



96.jpgবঙ্গনিউজ ডটকমঃ বিশ্বকাপের আয়োজক আর স্বাগতিক দেশ হিসেবে খেলতে নেমে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের পরাজয় নিয়ে বিশ্বমঞ্চ থেকে ছিটকে পড়েছিল ব্রাজিল। তবে, নেইমাররা আসন্ন কোপা আমেরিকায় নিজেদের সেরাটা দিয়ে সেলেকাওদের পরের বিশ্বকাপে ফেভারিট হিসেবে প্রমান করবে এমনটাই বিশ্বাস করেন দেশটির সাবেক ফুটবল কিংবদন্তি গিলবার্তো সিলভা।ব্রাজিলের বিশ্বকাপ জয়ী এ তারকা (সাবেক) ফুটবলার বলেন, গত বিশ্বকাপে আমাদের যে দুঃসময় গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে, সেটি এখন শুধুই অতীত। আমরা এখন তাকিয়ে রয়েছি সামনের কোপা আমেরিকার আসরের দিকে। তবে বলছি না আসন্ন এ আসরে আমরাই ফেভারিট।

গিলবার্তো আরও বলেন, আমরা পরের বিশ্বকাপে (২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ) চোখ রেখেছি। আর সেটির জন্য কোপা আমেরিকা হতে পারে আমাদের সেরা প্রস্তুতি। দলটিকে গুছিয়ে নিতে কোপা আমেরিকা আমাদের সাহায্য করবে।

ব্রাজিলকে ফেভারিট না বললেও গিলবার্তো দলটির উপর আশা রেখে বলেন, সেলেকাওদের দ্বিতীয় বারের মতো দায়িত্ব নিয়ে কার্লোস দুঙ্গা সফল হয়েছে। আমি বিশ্বাস করি তার হাত ধরেই ব্রাজিল আরও এগিয়ে যাবে। সে এমন একজন কোচ যে দেশের জার্সির চাহিদা বোঝে এবং শিষ্যদের থেকে চাহিদা অনুযায়ী খেলা বের করে আনে।

বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পর ব্রাজিল তৃতীয় নির্ধারণী ম্যাচেও নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে বসে। তবে, দুঙ্গার অধীনে আর নেইমারের নেতৃত্বে বিশ্বকাপের পর ব্রাজিল যেন পুরোটাই পাল্টে যায়। একে একে নেইমার বাহিনী হারায় কলম্বিয়া, ইকুয়েডর, বিশ্বকাপের রার্নাস-আপ দল আর্জেন্টিনা, জাপান, তুরস্কের মতো বড় বড় দলকে।

বাংলাদেশ সময়: ১৯:০০:০৬   ৩৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ