বাংলাদেশ নিয়ে মার্কিন সংসদে শুনানি বৃহস্পতিবার

Home Page » প্রথমপাতা » বাংলাদেশ নিয়ে মার্কিন সংসদে শুনানি বৃহস্পতিবার
বুধবার, ২৯ এপ্রিল ২০১৫



427.jpgবঙ্গনিউজ ডটকমঃ বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা এবং ধর্মীয় উগ্রবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউস অব রেপ্রিজেন্টেটিভস) একটি শুনানির আয়োজন করা হয়েছে।স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ শুনানি অনুষ্ঠিত হবে।‘বাংলাদেশের ভঙ্গুর অবস্থা : রাজনৈতিক ও ধর্মীয় উগ্রবাদ’ শীর্ষক এ শুনানির আয়োজক হাউস কমিটি অন ফরেন অ্যাফেয়ার্সের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপকমিটি।
এ উপলক্ষে কমিটির চেয়ারম্যান সালমনের বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ এক হাঙ্গামার দেশ। যদিও দেশটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে বিভক্ত, তবে সাম্প্রতিক ২০১৪ সালের সংসদীয় নির্বাচনের পর সহিংস বিক্ষোভে উভয় রাজনৈতিক শিবিরে বহু নির্মম মৃত্যুর ঘটনা ঘটেছে।’
‘দেশটিতে চরমপন্থী ইসলামী সহিংসতার পুনরাবৃত্তি হচ্ছে যদিও আমরা এ ব্যাপারে খুব একট সজাগ নই। যে সময় আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ক্রমবর্ধমানহারে দেশের বাইরে থেকে (জঙ্গি সদস্য) নিয়োগ দিচ্ছে এবং যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার অংশীদারদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে, তখন ঘনবসতিপূর্ণ এই দেশটির অবস্থা সম্পর্কে আমাদের পূর্ণ ওয়াকিবহাল হওয়া দরকার।’
বিবৃতিতে বলা হয়, ‘এই শুনানির মাধ্যমে বাংলাদেশের জটিল রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমরা আরো ভালো ধারণা পাব এবং বাংলাদেশে গণতান্ত্রিক সরকারের জন্য যুক্তরাষ্ট্র কিভাবে ওকালতি করতে পারে, যে সরকার হবে স্থিতিশীল এবং ইসলামী চরমপন্থার ক্ষেত্রে অসহিষ্ণু’ সে বিষয়ে তদন্ত করা যাবে।’
শুনানিতে উপস্থিত থাকবেন দ্য ডেডিস ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ফরেন পলিসির এশিয়ান স্টাডিজ সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো লিসা কুর্টিস, ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আলী রীয়াজ ও হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের সরকার সম্পর্ক বিভাগের পরিচালক জে কানসারা।
প্রতিনিধি সভার রেবার্ন হাউস অফিস বিল্ডিংয়ে এ শুনানি হবে।

বাংলাদেশ সময়: ১৮:২৮:১০   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ