মির্জা আব্বাস এর শুনানি পেছাল

Home Page » আজকের সকল পত্রিকা » মির্জা আব্বাস এর শুনানি পেছাল
সোমবার, ২৭ এপ্রিল ২০১৫



th1.jpegবঙ্গনিউজ ডটকমঃ রোববার রাতেও আব্বাসের বাসা ‘ঘেরাও করে’ রাখা হয়েছিল অভিযোগ করে তার আইনজীবী বলেন, “এসব কারণে মির্জা আব্বাস নিরাপত্তাহীনতায় ভুগছেন। আরেকজন প্রার্থী মাহী বি চৌধুরীর উপর আক্রমণ হয়েছে। এ বিষয়ে পুলিশের কোনো তৎপরতা নেই। মির্জা আব্বাস নিজের জীবনের নিরাপত্তা প্রশ্নে আজকে আসতে পারেননি। এজন্য সময় চেয়ছি।”বশির উল্লাহ বলেন, “আদালত সময়ের আবেদন মঞ্জুর করে শুনানি পিছিয়ে দিয়েছেন। আগামী সোমবার আবেদন দুটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে।

পল্টন ও মতিঝিল থানার এ দুটি মামলায় মির্জা আব্বাসের বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগ এনেছে পুলিশ।

আর প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শাহবাগ থানায় করা অন্য মামলার বাদী দুর্নীতি দমন কমিশন। এজাহারে আব্বাসের নাম না থাকলেও ‘গ্রেপ্তারের আশঙ্কায়’ তিনি ভোটের আগে আগাম জামিনের এই আবেদন করেন।

আব্বাসের আইনজীবীরা সময়ের আবেদন করায় দুদকের মামলা শোনার দায়িত্বে থাকা বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চে শুনানি এক সপ্তাহ পিছিয়ে দেন।

এ মামলাতেও আব্বাসের পক্ষে খন্দকার মাহবুব হোসেন শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম।

বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস গত ১৩ এপ্রিল এ তিন মামলায় আগাম জামিন চাইতে হাই কোর্টে আসেন।

তার আবেদন শুনে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাই কোর্ট বেঞ্চ গত ১৫ এপ্রিল নাশকতার দুই মামলায় বিভক্ত আদেশ দেয়। জ্যেষ্ঠ বিচারপতি জামিন দিলেও কনিষ্ঠ বিচারপতি জামিন নাকচ করে আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

এর ১১ দিনের মাথায় প্রধান বিচারপতি এস কে সিনহা বিষয়টি নিষ্পত্তির জন্য নিয়ম অনুযায়ী নতুন বেঞ্চ ঠিক করে দিলে তা সোমবার কার্যতালিকায় আসে।

অন্যদিকে হাই কোর্টে দুদকের মামলা শোনার জন্য নির্ধারিত বেঞ্চ থাকায় বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ আব্বাসের অন্য আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিল।

আব্বাসের আইনজীবীরা পরে দুদকের মামলা শোনার নির্ধারিত বেঞ্চে আবেদন নিয়ে যান এবং শুনানির জন্য সময়ের আবেদন করেন। সে অনুযায়ী আদালত শুনানির জন্য ২৭ এপ্রিল দিন ঠিক করে দিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮:০৩:২১   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ