সেরেনার শোকেসে এখন ৫১টি ট্রফি

Home Page » খেলা » সেরেনার শোকেসে এখন ৫১টি ট্রফি
সোমবার, ২০ মে ২০১৩



serena-williams-racket-us-open-05.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বয়স যতই বাড়ছে ততই যেন নব যৌবন লাভ করছেন মর্কিন টেনিস কৃঞ্চকলি সেরেনা উইলিয়ামস। একের পর এক শিরোপা জিতেই যাচ্ছেন সেরেনা। কদিন আগে মাদ্রিদ ওপেনের শিরোপা জয়ের রেশ কাটতে না কাটতেই গতকাল জিতলেন আরো একটি শিরোপা। শুধু তাই নয় ক্যারিয়ারে প্রথমবারের মত টানা ২৩ ম্যাচ জিতে পৌঁছেছিলেন ইতালিয়ান ওপেনের (রোম মাস্টার্স) ফাইনালে। তবু নিজের পারফর্ম্যান্সে খুশি ছিলেন না সেরেনা উইলিয়ামস। সেরাটা হয়তো তুলে রেখেছিলেন ফাইনালে সাবেক নাম্বার ওয়ান ভিক্টোরিয়া আজারেঙ্কার জন্য। ফাইনালে আজারেঙ্কাকে তাই উড়িয়েই দিলেন সেরেনা ৬-, -৩ গেমে। সে সঙ্গে জিতলেন ক্যারিয়ারের ৫১তম শিরোপাও। একই সঙ্গে টানা ২৪ ম্যাচ জয়ের রেকর্ডও। টেনিস কোর্টে মারিয়া শারাপোভার মতো আজারেঙ্কাও ‘প্রিয়’ প্রতিপক্ষ সেরেনার। এর আগে দুজনের ১২ বারের দেখায় ১১ ম্যাচই জিতেছিলেন সেরেনা। এর মধ্যে গ্র্যান্ড স্ল্যামে আছে টানা ৭ জয়। যে ১১ বার সেরেনা হারিয়েছিলেন বেলারুশের এই সুন্দরীকে, তারমধ্যে শিরোপা জিতেছিলেন আবার ৯টিতেই। অর্থাৎ আজারেঙ্কা শুধু প্রিয়ই নয় ‘লাকি’ প্রতিপক্ষও সেরেনার। সেটা আরও একবার প্রমাণিত হল রোমে। এ নিয়ে ১৩ বারের দেখায় ১২তম জয়টা পেলেন সেরেনা উইলিয়ামস। ৫১তম শিরোপা জেতার পর অবশ্য অবহেলা করলেন না আজারেঙ্কাকে। প্রথম প্রতিক্রিয়ায় সেরেনা বললেন ও দারুণ খেলোয়াড়। তবে আমি নিজের সেরেটা খেলেছি। এই জয়টা ফ্রেঞ্চ ওপেনে ভালো করতে অনুপ্রেরণা জোগাবে আমাকে।

ধারনা করা হচ্ছিল রোম টেনিসের ফাইনালে সেরোনার প্রতিপক্ষ হবেন রাশিয়ান গ্লামার গার্ল মারিয়া শারাপোভা। কিন্তু টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালেই অসুস্থতার কারনে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন শারাপোভা। ফলে এককভাবেই ফেভারিট হয়ে যান সেরেনা। গননায় ছিলেন কেবল ভিক্টোরিয়া আজারেঙ্কা। আর ফাইনালে তাকেও উড়িয়ে দিলেন সেরেনা। মদ্রিদে ক্যারিয়ারের ট্রফির হাফ সেঞ্চুরি পুরন করেছিলেন। গতকাল সে সাথে যোগ করলেন আরো একটি। এখন সেরেনার শোকেসে মোট ৫১টি শিরোপা শোভা পাচ্ছে। যার মধ্যে রয়েছে ১৫টি গ্র্যান্ড স্ল্যাম। আর ১৫টি গ্রান্ড স্ল্যাম জেতা সেরেনা এর আগে রোম মাস্টার্সের শিরোপা জিতেছিলন মাত্র একবারই। এখানে তেমন কিছু করতে না পারার আক্ষেপটা হয়ত কিছুটা মিটবে রোমের দ্বিতীয় শিরোপায়। কদিন পর খেরতে নামবেন ফ্রেঞ্চ ওপেনে। এই গ্রান্ড স্ল্যামটিও জিততে চান সেরেনা। গত উইম্বলডন থেকে যেভাবে এগুচ্ছেন সেরেনা তাতে আরো একবার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা এই মার্কিনির হাতেই উঠতে পারে। এ মুহূর্তে টেনিস বিশ্বে একক প্রতাপশালী সেরেনা। ঠিক যেন যৌবনে ফিরে গেছেন এই মার্কিন টেনিস কৃঞ্চকলি। এখন অপেক্ষা ট্রফি জয়ের এই ধারাবাহিকতা ফ্রেঞ্চ ওপেনেও থাকে কিনা।

বাংলাদেশ সময়: ২০:৪৬:১৩   ৫০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ