সারাদেশে ভূমিকম্পে নিহত ৩ আহত অর্ধশতাধিক ।

Home Page » সংবাদ শিরোনাম » সারাদেশে ভূমিকম্পে নিহত ৩ আহত অর্ধশতাধিক ।
শনিবার, ২৫ এপ্রিল ২০১৫



map-bangladesh.png

বঙ্গ নিউজ, ঢাকা ।

রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে দফায় দফায় প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বেলা সোয়া ১২ টার দিকে প্রথমে এ ভূমিকম্প শুরু হয়। পরে রাজধানীসহ সারাদেশে বেলা ১২ টা ৫০ মিনিট পর্যন্ত কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। ৭ দশমিক ৫ মাত্রায় এ ভূমিকম্প হয়েছে বলে জানা গেছে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে। এতে আতঙ্কিত হয়ে ঢামেকের ৫ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে জাহিদা (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। পাবনায় আতঙ্কে এক নারীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ময়মনসিংহের ধোবাউড়ার কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে এক ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় রাজধানীর তেজগাঁও এলাকায় একটি বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে। শাখারি বাজারে ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। কর্মস্থল থেকে নামতে গিয়ে সাভারে প্রায় অর্ধশত আহত হয়েছেন। কুমিল্লার একটি পোশাক কারখানার ভবন থেকে নামতে গিয়ে অর্ধশতাধিক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাশাসনিক ভাবনে ফাটল দেখা দিয়েছে। ক্রমেই বিভিন্ন এলাকায় থেকে ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে। আমাদের পঞ্চগড় প্রতিনিধি বজলুর রহমান জানিয়েছেন, আজ বেলা ১২ টা ১৫ মিনিটের দিকে প্রায় ১ মিনিট ধরে ভূমিকম্প অনুভূত হয়েছে। আমাদের চাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, আজ বেলা সোয়া ১২টা দিকে জেলার প্রায় সব এলাকায় জলকম্প অনুভূত হয়েছে। এটি শুরু হওয়ায় পর পাঁচ মিনিট ধরে চলেছিলো। যশোর প্রতিনিধি জানিয়েছেন, জেলার প্রায় সব এলাকায় ১ মিনিটেরও বেশি সময় ধরে ভূমিকম্প হয়েছে। বেলা সোয়া ১২টার দিকে এটি শুরু হয়। ফেনী প্রতিনিধি জানিয়েছেন, বেলা সোয়া ১২টার দিকে ১ মিনিটেরও বেশি সময় ধরে ভূমিকম্প হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি জানা যায়নি। আমাদের বগুড়া প্রতিনিধি মোস্তফা মোঘল জানিয়েছেন, জেলার প্রায় সব স্থানেই ভূমিকম্প হয়েছে। ভোলা প্রতিনিধি নূরুল আমিন জানিয়েছেন, জেলার প্রায় সব স্থানে ভূমি কম্প হয়েছে। বেলা সোয়া ১২ টার দিকে এ ভূমিকম্প অনুভ’ত হয়। চলে ১ মিনিট ধরে। আমাদের পাবনা প্রতিনিধি কামাল সিদ্দিকী জানিয়েছেন, পাবনায় ভূমিকম্প হয়েছে। আজ বেলা ১২টা ১৩ মিনিটে দেড় মিনিট স্থায়ী এই ভূকম্প অনুভূত হয়। তবে এখনো কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ সময় বিভিন্ন ভবনের বাসিন্দারা দ্রুত বের হয়ে পড়েন। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভয়ে হুড়োহুড়ি করে বের হবার সময় কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফরিদপুর প্রতিনিধি শেখ মনির হোসেন জানিয়েছেন, শনিবার বেলা ১২টা ১৪ মিনিট এর দিকে ভূমিকম্পন অনুভূত হয়েছে। পর পর ৪ দফায় ভূমিকম্পন অনুভূত হয়। ৪ দফায় প্রায় ৩ মিনিট কম্পন স্থায়ী হয়। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প শুরু হলে লোকজন উঁচু ভবন থেকে নিচে নেমে আসে। মানুষের মধ্যে হুরোহুরিও শুরু হয়। প্রায় সকলেরই মাথা ঘুরতে থাকে। অনেককে বমিও করতে দেখা গেছে। ১২ টা ১৪ মিনিট থেকে ১২ টা ১৮ মিনিট পর্যন্ত দফায় দফায় ভূমিকম্প অনুভূত হয়। এসময় নদী, খাল, পুকুর এমনকি রাস্তার পাশের ছোট জলাশয়ে পানির ঢেউ দেখা গিয়েছে। দিনাজপুরের পার্বতীপুর প্রতিনিধি আতাউর রহমান জানিয়েছেন, শনিবার পার্বতীপুরে দুপুর ১২ টা ১৩ মিনিট থেকে ১২ টা ১৬ মিনিট পর্যন্ত প্রায় ৩ মিনিট স্থায়ী মাঝারি ভূমিকম্প অনুভূত হয়। এতে মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পার্বতীপুর শহরের লোকজন দোকানপাট ও অফিস আদালত ছেড়ে দ্রুত খোলা জায়গায় ছুটে যায়। নীলফামারী প্রতিনিধি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, নীলফামারীতে ভূমিকম্প হয়েছে। শনিবার দুপুর ১২টা ১৩ মিনিটের সময় শুরু হয়ে এ ভূ-কম্পন প্রায় ১ মিনিট ৪৭ সেকেন্ড স্থায়ী হয়। ভূ-কম্পন চলাকালে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। এ সময় পুকুরের পানিতে ঢেউ খেলে যায়। এ সময় বিচ্ছিন্ন হয়ে পড়ে মোবাইল যোগাযোগ। পশুপাখির চারিদিকে কোলাহল শুরু করে। ছোট ছোট শিশু ও বাচ্চারা কান্নাকাটি ও চিৎকার করতে থাকে। সব মিলিয়ে আতঙ্কিত পরিবেশে সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা (দুপুর ১২.৪৮ টা) পর্যন্ত কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায নি। ইউএস জিএস’র তথ্য বলছে ভূমিকম্পের মাত্রা ছিলো ৭ দশমিক ৫। ঝিনাইদহ প্রতিনিধি আব্দুর রহমান মিল্টন জানিয়েছেন, ঝিনাইদহে ব্যাপকভাবে ভূকম্পন অনুভূত হয়েছে, দুপুর ১২ টা ১৩ মিনিটের দিকে এ কম্পন শুরু হয়। ১ মিনিটের বেশি সময় ধরে ঘর-বাড়ি, দোকান-পাট কেঁপে ওঠে। পুকুরের পানি ঢেউ খেলে যায়, এছাড়া ঘরের বন্ধ ফ্যান দুলতে শুরু করে। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। ভূকম্পন বলে অনেকে চিৎকার দিয়ে ঘর থেকে রাস্তায় বেরিয়ে পড়ে সাধারণ মানুষ। পরে ১২ টা ৪৯ মিনিটে আবারো মৃদু কম্পন হয় জেলার বিভিন্ন স্থানে। তবে তাৎক্ষনিকভাবে কোন ক্ষয় ক্ষতির খবর জানাতে পারেননি জেলা প্রশাসক শফিকুল ইসলাম। আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সুমন রায় জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়াতেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। দুই মিনিট স্থায়ী এই ভূমিকম্পে এখন (১টা) পর্যন্ত জেলার কোথাও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় জেলা শহরের আমিন কমপ্লেক্স, মিজান টাওয়ার, বি.বাড়িয়া টাওয়ারসহ সকল বহুতল ভবনগুলো কেঁপে ওঠে। এতে আতংকিত হয়ে অনেকেই দ্রুত রাস্তায় নেমে আসেন। নওগাঁ’র মান্দায় প্রতিনিধি জানিয়েছেন, নওগাঁর মান্দায় আকষ্মিকভাবে ভূ-কম্পন অনুভূত হয়েছে। শনিবার বেলা ১২টা ১৬ মিনিটের দিকে উপজেলার সর্বত্র ভূ-কম্পনের ঘটনাটি ঘটে। এ সময় বাসা-বাড়ি, দোকানপাট থেকে লোকজন আতঙ্কে রাস্তায় বেড়িয়ে আসে। প্রায় এক মিনিট স্থায়ী এ ভূ-কম্পনটির ফলে বেশির ভাগ বাসাবাড়ির শিশু, বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধা, পুরুষ ও নারীর চোখে-মুখে ভর্য়াত রূপ ফুটে ওঠে। তবে তাৎক্ষনিকভাবে উপজেলার কোথাও ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। আমাদের গাইবান্ধা প্রতিনিধি ফেরদৌস জুয়েল জানিয়েছেন, গাইবান্ধায় বেলা ১২টা ১৭ মিনিটে প্রায় ১মিনিঃ ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে আতঙ্ক হয়ে মানুষজন ঘর-বাড়ি ছেড়ে বাহিরে চলে আসে। আমাদের খুলনা প্রতিনিধি মল্লিক সুধাংশু জানিয়েছেন, খুলনাসহ জেলার বিভিন্ন এলাকায় সোয়া বেলা ১২টার দিকে প্রায় ১মিনিটের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি। ঝালকাঠির প্রতিনিধি সুমি রাণী মিস্ত্রী জানিয়েছেন, শনিবার সোয়া বেলা ১২টার দিকে প্রায় ১মিনিটের মতো ভূমিকম্প হয়। আমাদের নরসিংদী জেলার প্রতিনিধি বেনজির আহমেদ বেনু জানিয়েছেন, শনিবার সোয় বেলা ১২টার দিকে প্রায় ১ মিনিট ভূমিকম্প শুরু হয়। আমাদের নেত্রকোনা জেলার প্রতিনিধি ভজন দাস জানিয়েছেন, শনিবার বেলা সোয়া ১২টার দিকে প্রায় ১মিনিট ধরে ভূমিকম্প হয়েছে। তবে এঘটনা তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি খবর জানা যায় নি। আমাদের রংপুর ব্যুরো প্রধান রফিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার বেলা সোয়া ১২টার দিকে প্রায় ১মিনিটের মতো ভূমিকম্প হয়। রংপুরে এসময় ৭ দশমিক ০ (শূন্য) মাত্রায় ভূমিকম্প হয়।

বাংলাদেশ সময়: ১৫:০১:৪০   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ