শীর্ষে থাকা বার্সার সামনে এসপানিওল পরীক্ষা

Home Page » খেলা » শীর্ষে থাকা বার্সার সামনে এসপানিওল পরীক্ষা
শনিবার, ২৫ এপ্রিল ২০১৫



32.JPGবঙ্গনিউজ ডটকমঃ দ্বিতীয়বারের মতো এক মৌসুমে তিনটি বড় শিরোপা জয়ের পথে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বার্সেলোনা। আর সে স্বপ্ন পূরণের পথে আরেক ধাপ এগোতে এবার এসপানিওলের বিপক্ষে মাঠে নামবে মেসি-নেইমাররা।

তাছাড়া লিগের শীর্ষস্থান ধরে রাখা নিশ্চিত রাখতেও জিততে হবে ৩২ ম্যাচে ৭৮ পয়েন্ট পাওয়া বার্সেলোনাকে। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের মাঠে শনিবার খেলতে যাবে বার্সেলোনা; বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।

বছরের শুরু থেকে দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা দুই সপ্তাহ আগে সেভিয়ার মাঠে হোঁচট খেলেও টানা তিন ম্যাচ জিতে সে হতাশা এরই মধ্যে কাটিয়ে উঠেছে তারা।

লিগে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারানোর আগে ও পরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দুই লেগে পিএসজিকে হারায় লুইস এনরিকের দল। প্রথম লেগে পিএসজির মাঠে ৩-১ ব্যবধানে জেতার পর ঘরের মাঠে ফরাসি ক্লাবটির বিপক্ষে ২-০ গোলে জেতে কাতালুনিয়ার ক্লাবটি।

এরই মধ্যে স্প্যানিশ কাপের ফাইনালেও উঠেছে বার্সেলোনা। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রের নামে পরিচিত প্রতিযোগিতাটির শিরোপা নির্ধারণী ম্যাচে খেলবে মেসিরা।

গত কয়েক মাসে বার্সেলোনার দাপুটে ফর্মে সবচেয়ে বড় অবদান তাদের তিন তারকা লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেসের। সমর্থকদের মনে যা একটু দুশ্চিন্তা ছিল তা হয়তো নেইমারের গোল খরা নিয়ে। সেটাও এরই মধ্যে কেটে গেছে, পিএসজির বিপক্ষে প্রথম লেগে একটি গোল করার পর ফিরতি লেগে দুটি গোলই করেন ব্রাজিলের এই তারকা।

আর মেসি-সুয়ারেস অনেক দিন ধরেই ফর্মে আছেন, ধারাবাহিকভাবে গোলও করে যাচ্ছেন তারা দুইজন।

জয়ের ধারা ধরে রাখার লক্ষ্যে বার্সেলোনাকে বাড়তি আত্মবিশ্বাস জোগাতে পারে এসপানিওলের বিপক্ষে তাদের সবশেষ ম্যাচের ফল; গত ডিসেম্বরে এসপানিওলকে ৫-১ গোলে হারিয়েছিল তারা।

তাছাড়া এসপানিওলের সঙ্গে শেষ ছয়বারের মুখোমুখি লড়াইয়ের সবকটিতেই জিতেছে বার্সেলোনা। প্রতিবেশীদের বিপক্ষে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে শেষ বার হেরেছিল তারা।

বাংলাদেশ সময়: ১২:১১:৫৯   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ