এক ভিটামিনেই সারবে ক্যানসার!

Home Page » স্বাস্থ্য ও সেবা » এক ভিটামিনেই সারবে ক্যানসার!
শুক্রবার, ২৪ এপ্রিল ২০১৫



16.jpegবঙ্গনিউজ ডটকমঃ ক্যানসার নামটা শুনলেই গা শিউরে ওঠে। দোরগোড়ায় কড়া নাড়ে মৃত্যু। বেঁচে ফেরার আশা ক্ষীণ। সমীক্ষা বলছে, বিশ্বে যত মানুষের ক্যানসারে মৃত্যু হয়, তাদের একটা বৃহত্‍ অংশই কোলরেক্টাল ক্যানসার (কোলন ও মলদ্বারে ক্যানসার) আক্রান্ত হন।ক্যানসারের কারণের নিরিখে কোলরেক্টাল ক্যানসারের স্থান চতুর্থ। বেশি নয়, মাত্র একটি ভিটামিন এ ধরনের ক্যানসারের সম্ভাবনা একেবারেই কমিয়ে ফেলে। আর তা হলো ভিটামিন ডি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যানসার গবেষণা কেন্দ্র ডানা-ফারবার ইন্সস্টিটিউটের একদল চিকিত্‍সা বিজ্ঞানী ক্যানসার রোধের ওপর সম্প্রতি এক সমীক্ষা চালান। সেই সমীক্ষার রিপোর্ট বলছে, ক্যানসারকে শরীরে বাসা বাঁধতে দেয় না ভিটামিন ডি। বিশেষ করে কোলরেক্টাল ক্যানসার রুখে দেয় ভিটামিন ডি’র আধিক্য।

গবেষক দলের অন্যতম সদস্য চিকিত্‍‌সক সুজি ওজিনো জানাচ্ছেন, সূর্যের আলোয় ত্বকে বিক্রিয়ার সাহায্যে মূলত শরীরে ভিটামিন ডি তৈরি হয়। ভিডামিন ডি মানবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিশেষ করে হাড়ের কোষের সঠিক গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে ভিটামিন ডি। অ্যাস্থমা, হার্ট অ্যাটাকসহ একাধিক রোগ নিরাময়ের পাশাপাশি কোলরেক্টাল ক্যানসারকেও রুখে দেয় এই ভিটামিন।

গবেষণায় দেখা গেছে, যেসব ব্যক্তির দেহে ভিটামিন ডি কম, তাদেরই কোলরেক্টাল ক্যানসার হওয়ার সম্ভাবনা প্রবল। বস্তুত, এ ধরনের ক্যানসার আক্রান্ত রোগীদের রক্ত পরীক্ষা করেও দেখা যাচ্ছে, ভিটামিন ডি-এর ব্যাপক অভাব।

চিকিত্‍সকদের পরামর্শ, ভিটামিন ডি শরীরে পর্যাপ্ত থাকলে কোলরেক্টাল ক্যানসারের মতো মারণ রোগ শরীরে বাসা বাঁধবে না। রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৬:২০:৪৫   ৪৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

স্বাস্থ্য ও সেবা’র আরও খবর


২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
ষাটোর্ধ্ব মানুষ আগে পাবেন করোনার টিকার চতুর্থ ডোজ : স্বাস্থ্যমন্ত্রী
কিছু লোক দেশের চিকিৎসায় আস্থা রাখতে পারে না-শেখ হাসিনা
বাড়ির আঙ্গিনাতেই আছে ওজন কমানোর উপায়
মারাত্মক আঘাত হানতে পারে সিত্রাং দেশের ১৩ জেলায়
অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
৭৫ দেশে ছড়িয়ে গেছে মাঙ্কিপক্স , সর্বোচ্চ সতর্কতা জারি
আবার করোনার পাগলা ঘোড়া, এক লাফে মৃত্যু ১২!

আর্কাইভ