টি-২০ জয়ের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

Home Page » ক্রিকেট » টি-২০ জয়ের মিশনে মাঠে নামছে বাংলাদেশ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০১৫



232.jpgবঙ্গনিউজ ডটকমঃ তিন ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর টি-২০ জয়ের মিশনে মাঠে নামছে বাংলাদেশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি.

টাইগার অধিনায়ক মাশরাফি জয় ছাড়া ভিন্ন কিছু ভাবতে রাজি নন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, ‘শক্তি-সামর্থ্যে দুদলকেই একই জায়গায় রাখতে চাই। তবে সিরিজ জেতায় ছেলেরা দারুণ উজ্জীবিত, সেই আত্মবিশ্বাসই কাজে দিবে।’

মাশরাফি বলেন, ‘ওয়ানডেতে আমরা যেভাবে খেলেছি, সেই ধারাবাহিকতা এই ম্যাচে ধরে রাখতে পারলে জয় পাওয়া সম্ভব। আমাদের বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে। টি-২০ স্পেশালিস্ট না হলেও তাদের ভালো খেলার সামর্থ্য আছে।’

অবশ্য মাশরাফির কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে এসে পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি বাংলাদেশকে সমীহই করেছেন।

তবে তিনি বলেছেন, ‘ওয়ানডের চেয়ে তাদের টি-২০ দল শক্তিশালী। দলের সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে তার দলই জিতবে।’

আফ্রিদির ভাষায়, ‘ওয়ানডে আর টি-টোয়েন্টির মধ্যে অনেক পার্থক্য। আমি তো বলব এই মুহূর্তে ওয়ানডের চেয়ে আমাদের টি-২০ দল অনেক ভালো। এই ম্যাচে দারুণ লড়াই হবে বলেই আমার বিশ্বাস।’

কথা আর পরিসংখ্যান কিন্তু এক না। ওয়ানডের মত পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতেও জয় এক রকম অধরা টাইগারদের। সাতটি ম্যাচে খেলে সবগুলোতে হার মেনেছে বাংলাদেশ।

তাছাড়া টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামগ্রিক ছবিটাও বলার মতো নয়। ৪৬ ম্যাচে ২৯টিতেই পরাজয়, জয় মাত্র ১১টিতে।

তবে ১৬ বছর পর এক সপ্তাহে যদি পাকিস্তানকে টানা তিনবার হারানো সম্ভব হয়, তবে টি-টোয়েন্টিতে কেন নয়?

বাংলাদেশ দল (সম্ভাব্য)

মাশরাফি মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ/রনি তালুকদার/লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান দল (সম্ভাব্য)

শহিদ আফ্রিদি (অধিনায়ক), সরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ, হারিস সোহাইল, মোহাম্মাদ রিজওয়ান, মুক্তার আহমেদ, সাদ নাসিম, সোহেল তানভীর, ওয়াহাব রিয়াজ, সাঈদ আজমল ও উমর গুল।

 

বাংলাদেশ সময়: ১০:৪৬:৩৮   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ