নির্বাচনে সেনাবাহিনীর বেস্ট পজিশন ক্যান্টনমেন্ট: সিইসি

Home Page » আজকের সকল পত্রিকা » নির্বাচনে সেনাবাহিনীর বেস্ট পজিশন ক্যান্টনমেন্ট: সিইসি
শুক্রবার, ২৪ এপ্রিল ২০১৫



143.jpgবঙ্গনিউজ ডটকমঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের সময় সেনাবাহিনীর জন্য ক্যান্টনমেন্ট হচ্ছে সবচেয়ে বেস্ট পজিশন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে অফিস ত্যাগের প্রাক্কালে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

সিইসি বলেন, সেনাবাহিনী সবসময় রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকে। এবারও তাই থাকবে।

তিনি বলেন, ‘ক্যান্টনমেন্ট হলো ঢাকা সিটির কেন্দ্রে বিন্দু। মিরপুরে যেতে গেলেও ক্যান্টনমেন্ট ব্যাটার, আসতে গেলেও ব্যাটার। তাদের তো এক জায়গায় থাকতে হবে? আমরা মনে করেছি, ক্যান্টনমেন্ট তাদের জন্য বেস্ট পজিশন।’

রকিবউদ্দিন বলেন, ‘সেনাবাহিনীকেডাকা হলেই তারা মুভ করবে। কৌশলগতভাবে ক্যান্টনমেন্ট থেকে মুভ করাটা সেনাবাহিনীর জন্য সহজ হবে। রিটার্নিং অফিসাররা ডাকা মাত্রই তারা চলে আসবে। ম্যাজিস্ট্রেটও তাদের সঙ্গে থাকবে। তাই কোনো সমস্যা হবে না।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেনাবাহিনী কোথায় থাকবে সেটা উল্লেখ করে দেয়া হয়েছে। মূলত ওই কারণে চিঠি দিয়েছি। কাজ করতে গেলে অনেক ভুল-ত্রুটি হয়ে থাকে, পরে সেগুলো শুদ্ধ করা হয়। চিঠিটা মূলত প্রতিস্থাপিত হয়েছে।’

এর আগে নির্বাচনে রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। পরে সিদ্ধান্ত পাল্টে প্রয়োজন ছাড়া টহলে না পাঠিয়ে সেনা সদস্যদের ক্যান্টনমেন্টের ভেতরেই রাখতে বলে ইসি।

বাংলাদেশ সময়: ৯:১৭:৪৩   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ