উত্তর কোরিয়ার কাছে ১০ থেকে ১৬টি পরমাণু বোমা রয়েছে

Home Page » বিশ্ব » উত্তর কোরিয়ার কাছে ১০ থেকে ১৬টি পরমাণু বোমা রয়েছে
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০১৫



15nkorea.jpgবঙ্গনিউজ ডটকমঃ ২০১৬ সালের মধ্যে এই অস্ত্রকে দ্বিগুণে পরিণত করার মতো পর্যাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতাও দেশটির আছে বলে জানিয়েছেন তারা।এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।চীনা বিশেষজ্ঞদের এ হিসাব যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের হিসাবকে পেছনে ঠেলে দিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা বর্তমানে উত্তর কোরিয়ার কাছে ১০ থেকে ১৬টি পরমাণু বোমা রয়েছে বলে ধারণা প্রকাশ করেছিলেন।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইউএস-কোরিয়া ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা বলেছিলেন, আগামী পাঁচ বছরের মধ্যে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের মজুদ ২০, ৫০ বা ১০০টি হয়ে যেতে পারে।কিন্তু চীনা বিশেষজ্ঞরা বলছেন, দেশটি এক বছরের মধ্যেই ৪০টি পরমাণু বোমার মালিক বনে যেতে পারে।

এ পর্যন্ত তিনবার পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে উত্তর কোরিয়া। এরমধ্যে সর্বশেষ ২০১৩ সালের ফেব্রুয়ারিতে বিস্ফোরণ ঘটনো হয়েছে।যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল উইলিয়াম গোর্টনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিশ্বাস একটি পারমাণবিক ওয়ারহেডের আকৃতিকে ছোট করে তা ব্যালিস্টিক মিসাইলের মাথায় স্থাপন করার ক্ষমতা উত্তর কোরিয়ার আছে।

তবে উত্তর কোরিয়া এ ধরনের কোনো পরীক্ষা করেছে বলে প্রমাণ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮:৪৭:৪০   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ