ছয়শ’ কোটি ডলার জরিমানা গুনতে হবে ওয়েব জায়ান্ট গুগলকে

Home Page » এক্সক্লুসিভ » ছয়শ’ কোটি ডলার জরিমানা গুনতে হবে ওয়েব জায়ান্ট গুগলকে
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০১৫



googleundersiegejpg.pngবঙ্গনিউজ ডটকমঃ সার্চ ফলাফলে ইউরোপের দেশগুলোতে নিজেদের কেনাকাটাবিষয়ক সেবা দেখানোর ক্ষেত্রে পক্ষপাতিত্বের কারণে ছয়শ’ কোটি ডলার জরিমানা গুনতে হবে ওয়েব জায়ান্ট গুগলকে। এমনকি নিজেদের সার্চ ফলাফল দেখানোর প্রক্রিয়াতেও পরিবর্তন আনতে হতে পারে প্রতিষ্ঠানটিকে।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সার্চ ফলাফল দেখানোর প্রক্রিয়ায় পরিবর্তন আনলেও তা শুধু ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্যই প্রযোজ্য হবে।

গুগলের বিরুদ্ধে ইউরোপিয়ান কমিশনের প্রধান অভিযোগ হচ্ছে, সাধারণত যেভাবে সার্চ সেবা পরিচালিত হয়ে থাকে তা না করে, প্রতিষ্ঠানটি নিজেদের পছন্দমতো সার্চ ফলাফল দেখায়। উদাহরণস্বরূপ, ‘রানিং ওয়াচ’ লিখে সার্চ দিলে গুগল তার সার্চ ফলাফলে ইন্টারনেট ব্যবহারকারীকে অ্যামাজন বা এ ধরনের প্রতিযোগী প্রতিষ্ঠানের নামের বদলে তাদের বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর পণ্যের নাম, ছবি ও লিংক আগে দেখাবে।

এ প্রসঙ্গে ইউরোপে শীর্ষ অ্যান্টি-ট্রাস্ট কর্মকর্তা মার্গারেটা ভেস্টাগার জানিয়েছেন, নেতৃত্বাধীন প্রতিষ্ঠানগুলো এভাবে চাইলেই নিজেদের সুবিধামতো বাজার প্রভাবিত করতে পারে না।

ইউরোপিয়ান ইউনিয়নের এ অভিযোগের জবাব দেওয়ার জন্য গুগলকে ১০ সপ্তাহ সময় দেয়া হয়েছে। যদি এর মধ্যে প্রতিষ্ঠানটি কোনো সমঝোতায় না আসতে পারে, সেক্ষেত্রে বিষয়টি আদালত পর‌্যন্ত গড়াবে।

অন্যদিকে গুগল এক বিবৃতিতে জানিয়েছে, তারা সম্মানের সঙ্গেই এ অভিযোগের ব্যাপারে দ্বিমত পোষণ করছেন। এ ছাড়াও প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা আগামী সপ্তাহগুলোতে এই অভিযোগের জবাব জানানোর প্রস্তুতি নেবে।

বাংলাদেশ সময়: ১৮:২৯:৩৮   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ