ব্র্যাক ব্যাংকের এমডিসহ ছয় কর্মকর্তাকে দুদকে তলব

Home Page » অর্থ ও বানিজ্য » ব্র্যাক ব্যাংকের এমডিসহ ছয় কর্মকর্তাকে দুদকে তলব
সোমবার, ২০ মে ২০১৩



dudok-brac-bank-bg120130519053331-300x165.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমানসহ ছয়টি ব্যাংকের বর্তমান এমডি, এএমডি ও ডিএমডিসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার বিকেলে এ ঘটনায় গঠিত অনুসন্ধান কমিটির প্রধান ও দুদকের উপ-পরিচালক সৈয়দ ইকবাল স্বাক্ষরিত এক নোটিশে তাদের ২৬ মে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদকের প্রধান অনুসন্ধান কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

যাদের তলব করা হয়েছে তারা হলেন ব্র্যাক ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান, মার্কেন্টাইল ব্যাংকের (এমডি) এহসানুল হক, ব্যাংক এশিয়ার এমডি মেহমুদ হোসেন, প্রিমিয়ার ব্যাংকের সহকারি ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) রিয়াজুল করিম, আল আরাফা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) গোলাম রব্বানী, প্রাইম ব্যাংকের শরীয়া বোর্ডের সেক্রেটারি নাসিরুদ্দিন আহমেদ এবং প্রাইম ব্যাংকের সাবেক কর্মকর্তা মাহবুবুল আলম।

সৈয়দ ইকবাল জানান, যাদের তলব করা হয়েছে তারা সেসময় প্রাইম ব্যাংকে কাজ করতেন।

দুদকের সংশ্লিষ্ট সূত্র জানায়, বিসমিল্লাহ গ্রুপের ঋণ কেলেঙ্কারিতে ব্র্যাক ব্যাংকের বর্তমান এমডিসহ সাতজনের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে তাদের জিজ্ঞাসাবাদ করবে দুদক।

বাংলাদেশ সময়: ১৭:২১:৫৮   ৫০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ