অসম্ভবকে সম্ভব করে সেমিতে বায়ার্ন

Home Page » খেলা » অসম্ভবকে সম্ভব করে সেমিতে বায়ার্ন
বুধবার, ২২ এপ্রিল ২০১৫



511.jpgবঙ্গনিউজ ডটকমঃ এফসি পোর্তোর মাঠে প্রথম লেগে পেপ গার্দিওলার বায়ার্ন মিউনিখ হেরে বসে ৩-১ গোলে। ফলে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের স্বপ্ন তাদের জন্য দুঃস্বপ্ন হয়েই দেখা দেয়।

কারণ ফিরতি লেগে ৩-০ ব্যবধানে পোর্তোকে হারাতে পারলেই কেবল সেটি সম্ভব ছিল। গার্দিওলাও সম্ভবত এমনটি ভাবেননি, যা তার শিষ্যরা করে দেখালেন। অসম্ভবকে সম্ভব করে বায়ার্ন পৌঁছে গেছে সেমি-ফাইনালে।

মঙ্গলবার রাতে ঘরের মাঠ এলিয়ানজ এরিনায় সব শঙ্কা উড়িয়ে বায়ার্ন ৬-১ গোলের বড় ব্যবধানে পোর্তোকে হারায়। দুই লেগ মিলে গোলের ব্যবধান ৭-৪। সেমিতে পেপ গার্দিওলার দল।

বায়ার্নের পক্ষে জোড়া গোল করেন লেভানদোভস্কি। আর একটি করে গোল করেন টমাস মুলার, আলকানতারা, জাভি আলানসো ও জেরোমি বুয়েটাং। পোর্তোর হয়ে সান্ত্বনার গোলটি করেন জ্যাকসন মার্টিনেজ।

চোট জর্জরিত বায়ার্ন মিউনিখকে প্রথম লেগে রক্ষণভাগ বেশ ভুগিয়েছে। দ্বিতীয়ার্ধে সেই রক্ষণভাগই সবচেয়ে বেশি দৃঢ়তা দেখিয়েছে। পোর্তোর বেশ কয়েকটি আক্রমণ রক্ষণভাগের দৃঢ়তায় নিস্ক্রিয় হয়ে যায়।

প্রথম লেগে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়া বায়ার্ন মিউনিখ ঘরের মাঠে প্রথমার্ধেই দলের সেমিফাইনালে নিশ্চিত করে ফেলেন। প্রথমার্ধে ৫ গোল করা বায়ার্ন খেলার ৩০ (২৭) মিনিটের মাথায় ৩-০ গোলে এগিয়ে যায়। গোল তিনটি করেন থিয়াগো আলকানতারা, বোয়েটাং ও লেভানদোভস্কি।

৩৬ ও ৪০ মিনিটে মুলার ও লেভানদোস্কির গোলে ৫-০ গোলের পরিষ্কার ব্যবধানে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল।

১৪ মিনিটে বাম-প্রান্তে বার্নাটের ক্রস থেকে ভেসে আসা বলে জোরাল হেডে জালে জড়ান আলকানতারা। আট মিনিট পর হোগো বাসতেভারের ক্রস থেকে হেড করে ব্যবধান বাড়ান বোয়েটাং। পাঁচ মিনিট পর ফিলিপ লামের ক্রসে ফ্লিক করেন টমাস মুলার। ফ্লিক থেকে উড়ে আসা বলে গোলপোস্টের ৮ গজ দূর থেকে দুর্দান্ত এক হেডে গোল করে বায়ার্নকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন লেভানদোভস্কি।

বায়ার্ন মিউনিখের একের পর এক আক্রমণে বেসামাল হয়ে পড়ে পোর্তো। ৩৬ থেকে ৪০ মাত্র চার মিনিটে আরো ২ গোল হজম করে তারা। ৩৬ মিনিটে দূরপাল্লাট শটে গোল করেন টমাস মুলার। চার মিনিট পর মুলারের পাস থেকে নিজের ব্যক্তিগত দ্বিতীয় ও দলের হয়ে পঞ্চম গোল করেন লেভানদোভস্কি।

দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে অবশ্য পোর্তোর হয়ে ব্যবধান কমান জ্যাকসন মার্টিনেজ। হেক্টর হেরেইরার ক্রস থেকে দারুণ হেডে গোল করেন তিনি। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে সফরকারীদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন জাভি আলানসো।

এই জয়ে শিষ্যরা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে কোচ পেপ গার্দিওলার শততম ম্যাচকে স্মরণীয় করে রাখলেন। বায়ার্নের হয়ে ১০০ ম্যাচে ৭৭টি জয় পান গার্দিওলা।

বাংলাদেশ সময়: ১১:৫৯:১৭   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ