ডোমিনিকান প্রজাতন্ত্রে বিমান বিধ্বস্ত,নিহত ৬

Home Page » বিশ্ব » ডোমিনিকান প্রজাতন্ত্রে বিমান বিধ্বস্ত,নিহত ৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০১৫



161.jpgবঙ্গনিউজ ডটকম ,জাহিদুল ইসলাম জাহিদঃ ডোমিনিকান প্রজাতন্ত্রে সোমবার এক বিমান দুর্ঘটনায় ব্রিটেন ও স্পেনের ছয় পর্যটক ও স্থানীয় এক পাইলট নিহত হয়েছেন। তাদের বহনকারী ছোট একটি বিমান পুন্টা কানা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর একটি গলফ মাঠে বিধ্বস্ত হওয়ায় তারা নিহত হন। কর্তৃপক্ষ একথা জানায়।

ডোমিনিকান বেসামরিক বিমান দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘পুন্টা কানা থেকে আরোয়ো বারিলগামী এ বিমানে সাতজন আরোহী ছিল।’
ওই দপ্তর জানায়, এ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে একজন ডোমিনিকান পাইলট হেক্টর সোরিয়নো (৩৭) এবং অপর ছয়জন ওই বিমানের যাত্রী। তারা স্পেন ও ব্রিটেনের পর্যটক। তবে তাদের মধ্যে ফরাসি ও ব্রিটেনের নাগরিক কতজন তা তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট করে জানানো সম্ভব হয়নি।
কর্তৃপক্ষ জানায়, সেখানে এ বিমান বিধ্বস্তের ঘটনার কারণ জানতে তারা তদন্ত কাজ শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারা জানায়, সম্ভাব্য যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট ওই গলফ মাঠে অবতরণের চেষ্টা করেন।
উল্লেখ্য, দেশের উত্তর উপকূলীয় পুন্টা কান ক্যারিবীয় দেশটির বৃহত্তম অবকাশ কেন্দ্র।

বাংলাদেশ সময়: ১৬:০৪:২৬   ৪৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ