‘ব্যবসায়ী’ ও ‘জনতা’ বিএনপি চেয়ারপারসন ওপর হামলা করেছেঃ আসাদুজ্জামান খাঁন কামালের

Home Page » প্রথমপাতা » ‘ব্যবসায়ী’ ও ‘জনতা’ বিএনপি চেয়ারপারসন ওপর হামলা করেছেঃ আসাদুজ্জামান খাঁন কামালের
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০১৫



1113.jpgবঙ্গনিউজ ডটকমঃ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মতে কারওয়ানের ক্ষুব্ধ ‘ব্যবসায়ী’ ও ‘জনতা’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর হামলা করেছে।

খালেদার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা ক্ষুব্ধ ‘জনতার’ ওপর চড়াও হওয়ায় এ ঘটনা ঘটেছেও বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার সকালে সদরঘাটে সুন্দরবন-১১ লঞ্চ উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে-ঘটনাটি শতভাগ সত্যি নয়। ৯২ দিন অবরোধ-হরতালে ওই এলাকার ব্যবসা-বাণিজ্য স্থবির ছিল।’

‘তাই খালেদা জিয়া ওই এলাকায় গেলে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে তাদের তাড়া করে। এ সময় তার নিরাপত্তা কর্মীরা জনতার ওপর চড়াও হলে উত্তেজনার সৃষ্টি হয়ে বিশৃঙ্খলা ঘটে।’

তবে এ ঘটনায় বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা কর্মকর্তা ও বিএনপি নেতাকর্মীদের আসামি করে তেজগাঁও থানায় যে মামলা করা হয়েছে তার বাদী স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, তদন্তের মাধ্যমেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

সোমবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে সরকারি দলের নেতাকর্মীর খালেদা জিয়াকে লক্ষ্য করে হামলা চালায়। এতে খালেদার গাড়ির কাচ ফাটলেও তিনি অক্ষত রয়েছেন।

তবে আহত হয়েছেন তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সিএসএফের সদস্যসহ বেশ কয়েকজন। এ সময় খালেদার গাড়িবহর লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ করেছেন তার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

তবে ওই ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সকালে বিএনপি নেতারা থানায় গেলে তাদের লিখিত অভিযোগ জমা নেওয়া হলেও মামলা হিসেবে তা এখনো নথিভুক্ত হয়নি।

তাদের অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হবে কি না ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সে বিষয়ে সিদ্ধান্ত হবে বলে থানার এক উপপরিদর্শক জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ওই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের অধিকার আছে আইনানুগ ব্যবস্থা নেওয়ার। কারা মামলা নেয়নি সে বিষয়টি আমি দেখছি।’

বাংলাদেশ সময়: ১৩:০৮:২৩   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ