ভারতে দ্বিতীয় দফার বাজেট অধিবেশনের শুরুতেই উত্তপ্ত লোকসভা

Home Page » বিশ্ব » ভারতে দ্বিতীয় দফার বাজেট অধিবেশনের শুরুতেই উত্তপ্ত লোকসভা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০১৫



10.jpgবঙ্গনিউজ ডটকমঃ  সোনিয়া গান্ধীকে নিয়ে গিরিরাজ সিংয়ের বিতর্কিত মন্তব্যকে ঘিরে সোমবার দ্বিতীয় দফার বাজেট অধিবেশনের শুরুতেই সংসদ উত্তাল হয়ে উঠে ।
গত ২ এপ্রিল কংগ্রেস সভানেত্রী সোনিয়া সম্পর্কে কেন্দ্রের ছোট ও মাঝারি শিল্প দফতরের প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘রাজীব গান্ধী যদি কোনও নাইজেরীয় মহিলাকে বিয়ে করতেন, তা হলে কি তিনি কংগ্রেসের সভানেত্রী হতে পারতেন? সোনিয়া গান্ধীর গায়ের রং সাদা বলেই তিনি কংগ্রেসকে নেতৃত্ব দিচ্ছেন।’ মল্লিকার্জুন খাড়েগরের নেতৃত্বে কংগ্রেস সাংসদরা গিরিরাজকে ক্ষমা চাওয়ার দাবি তুললে এ দিন বাজেট অধিবেশন শুরু থেকেই সরব হয়ে ওঠে।
পাশাপাশি, তারা গিরিরাজের ইস্তফার দাবি তোলেন।
কংগ্রেস সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, “গিরিরাজের এই মন্তব্য শুধু এ দেশের মহিলাদের প্রতি নয়, প্রত্যেক নাগরিক এমনকী নাইজেরীয়দেরও প্রতি অসম্মান।”
তার সঙ্গে সুর মেলান কংগ্রেসের অন্য সাংসদরাও।
অবশ্য নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন গিরিরাজ।
তিনি বলেন, “কাউকে অপমান করার উদ্দেশ্য ছিল না, যদি আমার কথায় কেউ আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি দুঃখিত।”
তুমুল হইহট্টগোলের মধ্যে এ বিষয়ে কংগ্রেস সাংসদরা প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন।
কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু জানান, গিরিরাজের পক্ষ থেকে এ ধরনের মন্তব্য কোনও ভাবেই কাম্য নয়।
কিন্তু তাতেও শান্ত হননি কংগ্রেস সাংসদরা। তারা এই ঘটনায় প্রধানমন্ত্রীকেও ক্ষমা চাইতে বলেন।
স্পিকার সুমিত্রা মহাজন তুমুল হট্টগোলের মধ্যে বেলা পৌনে ১২টা পর্যন্ত সভা মুলতবি করে দেন ।
পুনরায় সভা শুরু হলে কেন্দ্রের তরফে জমি অধিগ্রহণ বিল পেশ করেন বিজেপি সাংসদ রাজীবপ্রতাপ রুড্ডি। এবারও প্রতিবাদ জানাতে থাকেন কংগ্রেস সাংসদরা। ফলে ফের দুপুর ২টা পর্যন্ত সভা মুলতবি হয়ে যায়।
দ্বিতীয় দফার অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিটি দলকেই সভা সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছিলেন।
জমি বিল নিয়ে সংসদে কংগ্রেস-সহ অন্য দলগুলি যে বিরোধিতা করবেন সেটা প্রত্যাশিতই ছিল। রবিবার দিল্লীর রামলীলা ময়দানে কৃষক সভায় গিয়ে সে রকমই ইঙ্গিতই দিয়েছিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। কেন্দ্রকে এ বিষয়ে যে কোনও ভাবেই রেয়াত করা হবে না, সে বার্তা দিয়েছিলেন সোনিয়াও।
কৃষকদের স্বার্থ রক্ষায় দল সংসদের ভিতরে-বাইরে যে আওয়াজ তুলবে ওই দিন সেই বার্তাও দিয়েছিলেন সোনিয়া ও রাহুল।

বাংলাদেশ সময়: ১৩:০১:৫০   ৪৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ