মৌলভীবাজার বন্দুকযুদ্ধে ৩ পুলিশসহ আহত ৪

Home Page » জাতীয় » মৌলভীবাজার বন্দুকযুদ্ধে ৩ পুলিশসহ আহত ৪
সোমবার, ২০ এপ্রিল ২০১৫



65.jpgবঙ্গনিউজ ডটকমঃ মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকায় ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন পুলিশসহ চারজন আহত হয়েছেন। এসময় সাত ডাকাতকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে শহরের কুসুমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন-মৌলভীবাজার সদর উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল হাসেম ও কনস্টেবল জিয়া ও শংকর। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন-জমির হোসেন (২৩), জিলু মিয়া (৩০), ইকবাল হোসেন (২৮), শাহাদত হোসেন (২২), জাকির মিয়া (২৬), ফারুক মিয়া (৪৫) ও মুকুল মিয়া (২৬)। তাদের বাড়ি শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায়। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ রয়েছেন। তবে পুলিশ তার নাম নিশ্চিত করেনি।

পুলিশ জানায়, রাতে কুসুমবাগ এলাকায় অবস্থান নিয়ে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়কালে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। একপর্যায়ে ডাকাতরা পিছু হটলে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।

এসময় ঘটনাস্থল থেকে পাইপগান, সাত রাউন্ড তাজা গুলি, সাতটি দা, একটি গ্রিল কাটা মেশিন ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম সিরাজুল হুদা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক ডাকাত সদস্যদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৪৭:৪৯   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ