৩০ জন খ্রিষ্টানকে হত্যার ভিডিওচিত্র প্রকাশ করেছে আইএস

Home Page » বিশ্ব » ৩০ জন খ্রিষ্টানকে হত্যার ভিডিওচিত্র প্রকাশ করেছে আইএস
সোমবার, ২০ এপ্রিল ২০১৫



226.jpgবঙ্গনিউজ ডটকমঃ নৃশংস হত্যাযজ্ঞের নতুন একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সোমবার প্রকাশিত ওই ভিডিওচিত্রের দৃশ্য অনুযায়ী আইএস লিবিয়ায় অন্তত ৩০ জন ইথিওপীয় খ্রিষ্টানকে হত্যা করেছে।

২৯ মিনিটের ওই ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সৈকতে একদল লোকের শিরশ্ছেদ করা হচ্ছে। অন্য একটি দৃশ্যে দেখা যায়, মরুভূমিতে একদল লোকের মাথায় গুলি করা হচ্ছে।

হত্যাযজ্ঞের শিকার ব্যক্তিরা লিবিয়ায় আইএস-সংশ্লিষ্ট জঙ্গিদের দখলে যাওয়া ইথিওপীয় গির্জার সদস্য বলে ধারণা করা হচ্ছে।
গত ফেব্রুয়ারিতে ২১ জন মিসরীয় খ্রিষ্টানকে শিরশ্ছেদ করে হত্যা করে আইএস। পরে জঙ্গি সংগঠনটি ওই ঘটনার ভিডিও প্রকাশ করে। সর্বশেষ প্রকাশিত ভিডিওটি একই ধরনের। ভিডিওতে আইএসের গণমাধ্যমের লোগো রয়েছে।
ভিডিওটির বিশ্বাসযোগ্যতা নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা যায়নি। তবে ইথিওপিয়ার তথ্যমন্ত্রী রেদওয়ান হুসেইন বলেছেন, ভিডিওতে যাদের দেখা গেছে, তাদের নাগরিকত্ব যাচাইয়ের চেষ্টা করছে সরকার।
একই সঙ্গে এই হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছেন ইথিওপিয়ার তথ্যমন্ত্রী। এ ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ বলে অভিহিত করেন তিনি।

বাংলাদেশ সময়: ১০:১৯:২৮   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ