বাংলাদেশের পরিবহন ও বিদ্যুৎ খাতকে বড় চ্যালেঞ্জঃ বিশ্বব্যাংক

Home Page » বিশ্ব » বাংলাদেশের পরিবহন ও বিদ্যুৎ খাতকে বড় চ্যালেঞ্জঃ বিশ্বব্যাংক
রবিবার, ১৯ এপ্রিল ২০১৫



418.jpgবঙ্গনিউজ ডটকমঃ বাংলাদেশের পরিবহন ও বিদ্যুৎ খাতকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিশ্বব্যাংক। এই দু’টি খাতের বিকাশ, উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কারে আরও সহযোগিতারও আশ্বাস দিয়েছে সংস্থাটি।

রোববার (১৯ এপ্রিল) সকালে বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শুক্রবার (১৭ এপ্রিল) বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন (স্প্রিং) বৈঠক শুরু হয়। এ সময় বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মুলিয়ানি ইন্দ্রাতি’র সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের যোগাযোগ কর্মকর্তা মেহরীন মাহবুব বাংলানিউজকে জানান, বিশ্বব্যাংক ও আইএমএফের বৈঠকে বিদ্যুৎ ও পরিবহন খাতকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়েছে। এই দু’টি খাতে আরও বিনিয়োগের আশ্বাস দিয়েছে সংস্থাটি।

বৈঠকে মুলিয়ানি বলেছেন, দারিদ্র্য নিরসনে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। জনগণের ভাগ্যের উন্নয়ন আরও গতিশীল হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও পরিবহন খাতে বাংলাদেশের কী কী সীমাবদ্ধতা আছে, তা সনাক্ত করবো। সেই সঙ্গে সমস্যা নিরসন করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবো।

বৈঠকে মুহিত বলেন, বিদ্যুৎ ও পরিবহন খাতের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সরকার শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ও হাউজিং খাতকে সমান গুরুত্ব দিচ্ছে।

বাংলাদেশের আগামী বাজেট নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে বিশ্বব্যাংক সূত্র নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৯:০০   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ