আজই সিরিজ জয় নিশ্চিত করতে চাই: মাশরাফি

Home Page » ক্রিকেট » আজই সিরিজ জয় নিশ্চিত করতে চাই: মাশরাফি
রবিবার, ১৯ এপ্রিল ২০১৫



64.jpgবঙ্গনিউজ ডটকমঃ শুনশান মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম দেখে বিশ্বাস করা কঠিন, এখানে আন্তর্জাতিক সিরিজ চলছে।

একেবারে শেষ বিকালে মুমিনুল হক ও মাহমুদউল্লাহ হালকা অনুশীলনে এলেন। এ ছাড়া দু’ দলের কেউ মিরপুরের ছায়াও মাড়ালেন না। শুধু কতোগুলো বিলবোর্ড আর ব্যানার সাক্ষী হয়ে রইলো বাংলাদেশ-পাকিস্তান সিরিজের। তবে এই চিত্রটাই আবার একেবারে ভিন্ন নগরীর অভিজাত একটি হোটেলে। সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের হাসিখুশী ও হালকা চালে ঘোরা এবং পাকিস্তানি ক্রিকেটারদের ‘নো কমেন্ট’ বলে দিলো আসল ঘটনা।

হ্যাঁ, আসল ঘটনা হলো পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতেই জিতে ফুরফুরে মেজাজে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আজই তারা মাঠে নামবেন এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে।

সিরিজের মীমাংসা করে ফেলার লক্ষ্যে আজ দুপুর আড়াই থেকে দিবা-রাত্রির ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামেই মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজের প্রতিটি ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচটিও সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও গাজী টিভি।

একটা সময় কোনো দলের বিপক্ষেই বাংলাদেশের এমন চিত্র অকল্পনীয় ছিলো- তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতেই সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামা। ইদানিং অবশ্য এটা নিয়মিতই ঘটছে। নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ জিতেই লক্ষ্য ঠিক করে ফেলতে পারছে-বাংলাওয়াশ।

অবশ্য অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, এখনই এই হোয়াইট ওয়াশের কথা ভাবতে চান না। তিনি আগে চান আজকের ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত করতে, ‘আমি তো আগে সিরিজ জয় নিয়ে ভাবছি। আমরা প্রতিটা ম্যাচ জিততে চাই। কাল (আজ) জিতলে পরের ম্যাচও আমরা জয়ের জন্যই খেলবো। তবে আগেই সেটা নিয়ে ভাবছি না।’

আপাতত ম্যাচ নিয়ে কী ভাবছেন, সেটাও পরিষ্কার করে দিয়েছেন মাশরাফি। তার চিন্তা পরিষ্কার, আজ প্রথম ম্যাচের মতো পারফরম্যান্স দেখাতে পারলে জয় চলে আসাটা সময়ের ব্যাপার, ‘আমাদের সামনে দারুণ একটি সুযোগ এসেছে। গতকালের ম্যাচটি পারফেক্ট ম্যাচ ছিলো আমাদের জন্য। কোথাও বড় কোনো ত্রুটি ছিলো না। তবে বোলিংটা আরো একটু ভালো হতে পারতো। তারপরও আমার মনে হয় ম্যাচটি পারফেক্ট। তবে এ রকম প্রতি ম্যাচেই খেলা সম্ভব না। এ রকম খেলতে পারলে যে কোনো দলের বিপক্ষে যে কোনো সময় জেতা সম্ভব; জেতা সম্ভব মানে জেতাই যায়। ইনশাল্লাহ আগামীকালের (আজ) ম্যাচে যদি আমরা গত ম্যাচের মতো ভুল-ত্রুটি কম করে খেলতে পারি, তবে জেতার সুযোগ থাকবে।’ এদিকে পাকিস্তানি অধিনায়ক আজহার আলী আশা করছেন, আজকের ম্যাচটা জিতে তারা লড়াইয়ে ফিরতে পারবেন।

বাংলাদেশকে আজ বাধ্য হয়েই বিজয়ী একাদশে পরিবর্তন আনতে হচ্ছে। আগের ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আজ মাঠে ফিরছেন। তাকে অধিনায়কত্ব ছেড়ে দেবেন সাকিব আল হাসান। আর জায়গাটা ছাড়তে হবে সম্ভবত আবুল হাসান রাজুকে।

বাংলাদেশ সময়: ১২:১৩:৩৪   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ