তিন সিটি নির্বাচনে জিতলে বিএনপি সরকারের পদত্যাগ দাবি করবেঃ হাসানুল হক ইনু

Home Page » জাতীয় » তিন সিটি নির্বাচনে জিতলে বিএনপি সরকারের পদত্যাগ দাবি করবেঃ হাসানুল হক ইনু
রবিবার, ১৯ এপ্রিল ২০১৫



134.jpgবঙ্গনিউজ ডটকমঃ  তিন সিটি করপোরেশন নির্বাচনে জিতলে বিএনপি সরকারের পদত্যাগ দাবি করবে বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার সকালে কুষ্টিয়া পলিটেকনিক ইনষ্টিটিউট মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ইনু বলেন, জাতীয় সংসদ নির্বাচন বর্জন আর স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ, এ দ্বৈত নীতি সম্পর্কে বেগম খালেদা জিয়াকে জনগণের কাছে কৈফিয়ত দিতে হবে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচনে অংশগ্রহণ করলেও মানুষ পোড়ানোর দুষ্কর্ম মাফ হবে না। কারণ নির্বাচন হচ্ছে গণতন্ত্র রক্ষার ধারাবাহিক একটি নিয়ম।
সরকার ও ইসির নিরপেক্ষতা নিয়ে বিএনপি নেতা মওদুদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ব্যারিস্টার মওদুদ আগে থেকে একটা অজুহাত তৈরি করে রাখছেন। ভোটে যদি তারা হারেন, তাহলে বাংলাদেশে আবার আগুন সন্ত্রাসের রাজনীতি করবেন। আর জিতলে সরকারের পদত্যাগ দাবি করবেন।
তিনি বলেন, কে জিতবে, আর কে হারবে তা ব্যালট বাক্স গণনার পরই টের পাওয়া যাবে। চট্টগাম ও গাজীপুরসহ পাঁচসিটিতে যখন বিএনপি জিতেছিল, তখন কি লেবেল প্লেয়িং ফিল্ড ছিল না? তাই ভোটের নিরপেক্ষতার প্রশ্ন একটা ভুয়া প্রশ্ন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডুকেয়ারের সমন্বয়ক এস, এইচ রাসেল। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা শিক্ষা অফিসার এস. এম ছায়েদুর রহমান প্রমুখ।
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৯:১১:১৬   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ