বিজিবি সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় না

Home Page » আজকের সকল পত্রিকা » বিজিবি সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় না
শনিবার, ১৮ এপ্রিল ২০১৫



image_211767dinajpur_18_04_2014.jpgবঙ্গনিউজ ডটকমঃ “দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে বেসামরিক প্রশাসন চাইলে আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ ও র‍্যাবকে সহায়তা করতেই বিজিবি সদস্যরা সাংবিধানিক দায়িত্ব পালন করে থাকে। সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় না, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে না। সীমান্ত পাহারা, সীমান্তে অপরাধ দমন এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বেসরকারি প্রশাসনকে সহায়তা ও যুদ্ধকালে সেনাবাহিনীর পাশাপাশি যুদ্ধে অংশ নেওয়ার রাষ্ট্রীয় ওই চারটি দায়িত্বের মধ্যে বর্তমানে তিনটি দায়িত্ব পালন করছে বাহিনীর সদস্যরা।”

আজ শনিবার সকালে বিজিবির দিনাজপুর সেক্টরে আয়োজিত প্রেস ব্রিফিয়ে বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে বাহিনী সম্পর্কে ওঠা প্রশ্নের উত্তরে ‌এসব কথা বলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বাহিনীর রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান, ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার, বিজিবির ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জামাল হোসেন, মেজর এ এস এম রবিউল হাসান, মেজর আব্দুল হান্নান খান প্রমুখ।

সীমান্তে মাদক পাচার রোধে থাইল্যন্ডের মতো অপরাধীকে গুলি করে হত্যার কঠোর ব্যবস্থা গ্রহণের সময় এসেছে বলে অভিমত দেন তিনি। তিনি বলেন, অবৈধ অস্ত্র পরিবহন প্রতিরোধে শনাক্তকরণ (মোবাইল এক্সরে মেশিন) আধুনিক প্রযুক্তি বাহিনীতে সংযোজনের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবি মহাপরিচালক। গাড়িতে বসেই চলাচলকারী অন্যান্য বাহনে অস্ত্র বহনের তথ্য জানা যায় এসব মেশিনে। প্রতিটির দাম ৮ থেকে ৯ কোটি টাকা। ১৭টি মেশিন কেনার জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪:১৬:৩৩   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ