একতার ‘xxx’ ছবিকে শহীদ কাপুরের ‘না’

Home Page » বিনোদন » একতার ‘xxx’ ছবিকে শহীদ কাপুরের ‘না’
শনিবার, ১৮ এপ্রিল ২০১৫



223.jpgবঙ্গনিউজ ডটকমঃ কেন ঘোষের ‘হায়দার’ ছবিতে শহীদ কাপুরের অভিনয় ও চরিত্র ব্যাপক প্রশংসিত হয়েছে। এর পর পরই একতা কাপুরের পরবর্তী ছবির প্রস্তাব আসে তার কাছে। মিড-ডে এর এক প্রতিবেদনে বলা হয়, একতার পরের ছবির নাম ‘xxx’। পর্ন ছবির ঘরানার এই নামের ছবিতে অভিনয়ের প্রস্তাবে ‘না’ বলে দিয়েছেন শহীদ। কারণ পর্ন ধাঁচের ছবিতে নিজের নাম লেখাতে চান না তিনি।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, একতার পরের ছবিটি পর্ন ধাঁচের হতে চলেছে। এ ছবিতে অভিনয়ের জন্যে নতুন শর্তও জুড়ে দিয়েছেন একতা। সেখানে বলা হয়েছে, একতা কাপুরের সঙ্গে কাজ করতে হলে অশ্লীল কোনো দৃশ্যে বা চরিত্রে অভিনয়ে আপত্তি তুলতে পারবেন না অভিনেতা ও অভিনেত্রীরা। ভারতীয় সেন্সর বোর্ড যেখানে কথায় কথায় কাঁচি হাতে নেন, সেখান একতা কাপুরের এই ছবির কি দশা হবে তা নিয়ে বেশ চিন্তিত বোদ্ধারা।

শহীদ কাপুরের মতো জনপ্রিয় অভিনেতার এই ছবিতে অভিনয় মানুষ কেমন চোখে দেখতো তা বলা যায় না। তবে ‘ইরোটিক’ জেনেরির ছবিতে তিনি নাম লেখাতে মোটেও আগ্রহী নন বলেই জানানো হয় প্রতিবেদনে।

একতার এই ছবিতে সমাজের বিভিন্ন স্তরের যৌনজীবনটাকে তুলে আনা হবে। কাজেই সেখানে অশ্লীলতা আসবেই। এতে নগ্নতার মতো বিষয় অহরহ আসতে পারে বলে আগেই সাবধান করে দিয়েছেন পরিচালক।

বাংলাদেশ সময়: ১৪:০২:০০   ১৯৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ