আজ রাতে মাঠে নামবে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ

Home Page » খেলা » আজ রাতে মাঠে নামবে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ
শনিবার, ১৮ এপ্রিল ২০১৫



415.jpgবঙ্গনিউজ ডটকমঃ স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াইয়ে এগিয়ে যাওয়ার যুদ্ধে আজ রাতে মাঠে নামবে দুই জায়ান্ট বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। বর্তমান পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দুটি ধরে রেখেছে বার্সা আর রিয়াল।

বাংলাদেশ সময় রাত ৮ টায় মাঠে নামবে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর নেইমারের বার্সা। লুইস এনরিকের শিষ্যদের প্রতিপক্ষ হিসেবে মাঠে থাকছে পয়েন্ট টেবিলের চারে থাকা ভ্যালেন্সিয়া। কাতালান ক্লাব বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে আতিথ্য নেবে ভ্যালেন্সিয়া।

অপর ম্যাচে বাংলাদেশ সময় রাত ১২ টায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির শিষ্যদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল মালাগা। পয়েন্ট টেবিলের সাত নম্বরে থাকা মালাগার বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিক হিসেবেই মাঠে নামবেন ক্রিস্টিয়ানো রোনালদো বাহিনী।

লা লিগার সর্বশেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বার্সাকে। আর নিজেদের ম্যাচে এইবারকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট বাড়িয়ে নিয়েছিল রিয়াল। বার্সার চেয়ে রিয়াল পিছিয়ে মাত্র দুই পয়েন্ট। ফলে, আজ নিজ নিজ ম্যাচে জয় পেতে মরিয়া দুই দল।

বর্তমান পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি ধরে রেখেছে মেসিবাহিনী। ৩১ ম্যাচে ২৪ জয় নিয়ে সর্বোচ্চ ৭৫ পয়েন্ট অর্জন করেছে বার্সা। আর সমান ম্যাচ ও সমান জয় নিয়ে রোনালদোর রিয়ালের সংগ্রহ ৭৩ পয়েন্ট।

শিরোপার আরেক দাবিদার দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদও আজ নিজেদের পয়েন্ট বাড়াতে মাঠে নামবে। বাংলাদেশ সময় রাত ১০ টায় দেপোরতিভোর বিপক্ষে আতিথ্য নেবে অ্যাতলেতিকো। ৩১ ম্যাচ খেলা অ্যাতলেতিকো ২০ জয়ে ৬৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানটি ধরে রেখেছে।

বাংলাদেশ সময়: ১২:৫৮:১১   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ