পৃথিবী ধ্বংস হয়ে যাবে ভেবে মেঘালয় গ্রামবাসীর কান্ড!

Home Page » এক্সক্লুসিভ » পৃথিবী ধ্বংস হয়ে যাবে ভেবে মেঘালয় গ্রামবাসীর কান্ড!
শনিবার, ১৮ এপ্রিল ২০১৫



images4.jpegবঙ্গনিউজ ডটকমঃ কিছুদিনের মধ্যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই চাকরি বা পড়াশোনার মতো পার্থিব বিষয় নিয়ে ভেবে আর কি হবে! এমন ভাবনায় সব কিছু ছেড়ে মৃত্যুর দিন গুনছেন ভারতের মেঘালয় রাজ্যের প্রত্যন্ত এক গ্রামের কিছু গ্রামবাসী। খবর বিবিসি বাংলা।

কোনও এক ধর্মযাজক নাকি তাঁদের বুঝিয়েছেন যে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগে সব কিছু থেকে নিজেদের সরিয়ে রাখতে।মেঘালয়ের পশ্চিম খাসি পর্বত জেলার প্রত্যন্ত গ্রাম নঙথিলিউ। সেখানেই বছর কয়েক আগে ধর্মযাজকের বেশে কোনও এক ব্যক্তি হাজির হয়েছিলেন।

তিনিই স্থানীয় আদিবাসী পরিবারগুলোকে বোঝান, পৃথিবীর ধ্বংস আসন্ন। তাই এখন সব জাগতিক বিষয় থেকে নিজেদের সরিয়ে রাখা উচিত।ওই যাজকের কথায় পরিবারগুলো একরকম নিশ্চিত হয়ে একে একে চাকরি বা কাজকর্ম থেকে ইস্তফা দিয়ে দেন। এমনকী বাচ্চাদের স্কুল থেকেও ছাড়িয়ে নিয়েছেন তারা আর ব্যাংকে যা জমানো টাকা পয়সা ছিল- সেসব তুলে ঘরে রেখে দিয়েছেন। তাদের জন্য এখন শুধু আসন্ন মৃত্যুর জন্য অপেক্ষা।

গ্রামটির বিধায়ক মেতবাহ লিংদো বলেন, ‘এই পরিবারগুলোর মধ্যে বিশ্বাস জন্মেছে যে পৃথিবী ধ্বংস হতে চলেছে। তাই পৃথিবীর কোনও বিষয়েই তাদের আর কোনও আগ্রহ নেই। কেউ একজন ধর্মযাজক সেজে এসে এই পরিবারগুলোকে ভুল বুঝিয়েছে- সম্ভবত কোনও কায়েমি স্বার্থ এর পেছনে রয়েছে।’

তবে এই পরিবারগুলো যে শুধু ঘরে বন্দি হয়ে থাকে তা নয়, নিজেদের চাষের জমিতে যায় কিংবা গ্রামের অন্যান্যদের সঙ্গে কথাবার্তাও বলে। তবে কারো কাছ থেকে কোনোরকম জাগতিক বিষয়ে সাহায্য বা পরামর্শ নিতে তারা অস্বীকার করছে।গণবন্টন ব্যবস্থার খাদ্য শষ্য নেন না তারা, নিজেদের ভোটার পরিচয়পত্রও নষ্ট করে ফেলেছেন। এমনকি গির্জাতেও যান না তারা।

বিধায়ক মেতবাহ লিংদো বলেন, তিনি এই পরিবারগুলোর একজন সদস্যের সঙ্গে দেখা করেছিলেন। অনেক বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এটা অন্ধ বিশ্বাস। কিন্তু কিছুতেই বুঝতে চাইছেন না তারা। তারা ভীষণ একগুঁয়ে তাদের বিশ্বাসের ব্যাপারে। মনে হয় কিছুটা সময় দেওয়া দরকার এই পরিবারগুলোকে। নিজের থেকেই হয়তো তারা ভুল বুঝতে পারবেন।পশ্চিম খাসি পর্বত জেলার প্রশাসক এস খারলিংদোও এ ঘটনার কথা স্বীকার করেছেন। তিনি জানান, এ ক্ষেত্রে সরকারের ব্যবস্থা নেওয়ার কিছু নেই।

বাংলাদেশ সময়: ১২:৩৯:৫৪   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ