কর্মীদের ভয় দেখানো হচ্ছে: আফরোজা আব্বাস

Home Page » আজকের সকল পত্রিকা » কর্মীদের ভয় দেখানো হচ্ছে: আফরোজা আব্বাস
শনিবার, ১৮ এপ্রিল ২০১৫



images3.jpegবঙ্গনিউজ ডটকমঃ ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারে গেলে কর্মীদের ভয় দেখানোর পাশাপাশি তাদের ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এই বিএনপি নেতার স্ত্রী আফরোজা আব্বাস।তিনি বলেন, “এ সরকার স্বৈরাচারী ও জালিম সরকার। খুন-গুম সন্ত্রাসের মাধ্যমে এ সরকার ত্রাসের রাজত্ব জারি করেছে।

“তারা আমাদের নির্বাচনী প্রচারের সময় নানা ভয়ভীতি প্রদর্শন করছে, বিভিন্ন জায়গায় নেতা-কর্মীর উপর হামলার ঘটনাও ঘটেছে।”কয়েকটি মামলা মাথায় নিয়ে মেয়র প্রার্থী হওয়া মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইতে শুক্রবার কামরাঙ্গীরচরে যান তার স্ত্রী আফরোজা।প্রচারের ফাঁকে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি।

সকাল ১০টায় কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকায় প্রচারপত্র বিতরণের মধ্য দিয়ে এদিনের মতো গণসংযোগ শুরু করেন আফরোজা আব্বাস।‘ব্যালটের মাধ্যমে সরকারের অপকর্মের’ জবাব দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

নানা ‘মিথ্যা’ মামলা দিয়ে মির্জা আব্বাসকে সামনে আসতে দেওয়া হচ্ছে না দাবি করে তার স্ত্রী বলেন, “মনে করেছিলাম বৃহস্পতিবার তৃতীয় বিচারপতির আদালতে তিনি জামিন পাবেন। কিন্তু সরকার বিষয়টি ঝুলিয়ে রেখে পিছয়ে দিচ্ছে।”মির্জা আব্বাসকে জামিন দিয়ে প্রচারণার সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।নাশকতার দুই মামলায় মির্জা আব্বাসের জামিন আবেদনে গত বুধবার বিভক্ত আদেশ দেয় হাই কোর্টের একটি বেঞ্চ।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক নাশকতার দুই মামলায় তিন সপ্তাহের জামিন দিলেও অপর বিচারক তার সঙ্গে দ্বিমত পোষণ করে আবেদন খারিজ করেন এবং আব্বাসকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেন।

এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাওয়ার পর জামিন আবেদন নিষ্পত্তির জন্য অন্য একটি বেঞ্চ ঠিক করে দেবেন তিনি।

বাংলাদেশ সময়: ১১:৩৯:২৩   ৩৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ