এক উইকেটে জয়ী বিসিবির একাদশ দল

Home Page » ক্রিকেট » এক উইকেটে জয়ী বিসিবির একাদশ দল
বুধবার, ১৫ এপ্রিল ২০১৫



83.jpgবঙ্গনিউজ ডটকমঃ পাকিস্তানের ছুঁড়ে দেয়া ২৬৯ রানের চ্যালেঞ্জিং টার্গেটের জবাবে সাব্বির রহমানের দুর্দান্ত সেঞ্চুরিতে ফতুল্লায় পাকিস্তানকে ১ উইকেটে হারালো বিসিবি একাদশ। তবে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের একাদশের এমন জয়ের বাংলাদেশ দলকে পরবর্তী ম্যাচে আত্ববিশ্বাসের ধারা বজায় রাখবে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহের জবাবে বিসিবির একাদশ দল ৪৮.৫ ওভারে ২৭০ রান করে প্রস্তুতি ম্যাচেই পরাজিত করে পাকিস্তানকে।

জয়ের জন্য ২৬৯ রানের বড় রানের পেছনে ছুটতে গিয়ে ৮১ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় বিসিবি একাদশ। কিন্তু পঞ্চম উইকেট নামা ইমরুল কায়েসকে নিয়ে সেঞ্চুরি জুটি গড়ে দলকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন সাব্বির রহমান।

পাকিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে সেঞ্চুরি করলেন সাব্বির রহমান। একাদশের হয়ে সাব্বির ৮৪ বলে সেঞ্চুরি পূর্ণ করে। তার ইনিংসটি সাজানো ছিলো ৭টি চার ও ৬টি ছক্কা দিয়ে।

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে মাত্র ৯ রান করেই সাজঘরে ফিরে যান তামিম। এরপর রনি তালুকদার ২.৩ ওভারে ৭ বলে শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরান ইয়াসির সারা। এরপর রাহাত আলীর বলের তপে পরে মাত্র ৫ ওভারেই বোল্ড আউটের শিকার হন তামিম ইকবাল। আউট হওয়ার আগে তামিম ১৫ বল খেলে ৯ রান করে।

দ্বিতীয় উইকেটে নামা লিটন দাস ভালো রান করলেও শেষমেষ ১২.২ ওভারে মোহাম্মদ রেজয়ানের কেচে তালুবন্ধি হন লিটন দাস। আউট হওয়ার আগে ৪৭ বলে ২২ রানে দুইটি চার ও একটি ছয় করেন তিনি। আর মাঝে উইকেট পতনের মিছিলে বিদায় নেন মমিনুল হক (১২), ইমরুল কায়েস (৩৬),শুভাগত হোম (৫)।

সংক্ষিপ্ত স্কোরঃ (প্রস্তুতি ম্যাচ)
বাংলাদেশ বনাম পাকিস্তান

পাকিস্তানঃ ২৬৮/৯ (৫০ ওভার), মোহাম্মদ হাফিজ ৪৫(১৪০),ফাহাদ আলম ৬৭*(৫৮)
বাংলাদেশঃ ২৭০/৯ (৪৮.৫ ওভার) সাব্বির রহমান ১২৩(৯৯), ইমরুল কায়েস ৩৬(৫৬)

ফলাফলঃ এক উইকেটে জয়ী বিসিবির একাদশ দল

বাংলাদেশ সময়: ১৯:১৪:২৮   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ