উল্টাপথে ট্রেন: ২ চালক সহ গার্ড গ্রেপ্তার

Home Page » সংবাদ শিরোনাম » উল্টাপথে ট্রেন: ২ চালক সহ গার্ড গ্রেপ্তার
বুধবার, ১৫ এপ্রিল ২০১৫



rajbari-station.jpgবঙ্গনিউজ ডটকমঃ সোমবার রাতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেপ্তার করা হয়।এর আগে এ ঘটনায় রাজবাড়ীর স্টেশন মাস্টার মো. কামরুজ্জামান এই তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।ঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সুনীল কুমার।

রাজবাড়ী থেকে ফরিদপুরগামী ৭৮৩ নম্বর আপ ট্রেন রোববার চালক ও গার্ড ছাড়াই উল্টোপথে প্রায় ২৬ কিলোমিটার পথ পার হয়।ঘটনার পর রেলওয়ের পক্ষ থেকে বলা হয়, চালক ইঞ্জিন চালু রেখে চা খেতে নিচে নেমেছিলেন, গার্ডও তখন ট্রেনে ছিলেন না। এ সময় হঠাৎ করেই ট্রেনটি ফরিদপুরের দিকে না গিয়ে উল্টোপথে কুষ্টিয়ার দিকে চলা শুরু করে।পরে টিকিট কালেক্টর আনোয়ার হোসেন ইঞ্জিন ও বগির মাঝখানের ভ্যাকুয়াম পাইপ (ব্রেকের পাইপ) খুলে ট্রেন থামান।

রেলওয়ের পাকশী বিভাগ তাৎক্ষণিকভাবে ট্রেনের চালক মোহাম্মদ আলী ও গার্ড সুভাস চন্দ্র সরকারকে সাময়িক বরখাস্ত করে। জেলা প্রশাসন, রেলওয়ের পাকশী বিভাগ ও রেল পুলিশ তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।রাজবাড়ীর স্টেশন মাস্টার কামরুজ্জামানের অভিযোগে বলা হয়, চালক মোহাম্মদ আলী ও ফয়সাল আহমেদ জামায়াত-শিবির পন্থী। তারা বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নসহ সরকারি সম্পদ ও জীবন নাশের জন্য অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করে একটি বড় ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিল।

রাজবাড়ীর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান জানান, ২/১ দিনের মধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটির রিপোর্ট দেওয়া হলে তদন্তের আলোকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।চালক মোহাম্মদ আলী (৫১) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গোসাই গোবিন্দপুর গ্রামের মো. আয়নাল সেখের ছেলে। সহকারী চালক ফয়সাল আহমেদ (৩৫) ফরিদপুর কোতোয়ালি থানার দক্ষিণ আলীপুর গ্রামের আবুল হোসেন শরীফের ছেলে। গার্ড সুভাষ চন্দ শর্মা (৫৮) রাজবাড়ী সদরের পাচুরিয়া গ্রামের জুড়ান শর্মার ছেলে।

বাংলাদেশ সময়: ১২:৫১:৫০   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ