টানা তিন ম্যাচে জয় তুলে নিলো রাজস্থান

Home Page » ক্রিকেট » টানা তিন ম্যাচে জয় তুলে নিলো রাজস্থান
বুধবার, ১৫ এপ্রিল ২০১৫



55.jpgবঙ্গনিউজ ডটকমঃ অধিনায়ক স্টিভেন স্মিথের ব্যাটিংয়ে ভর করে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে রাজস্থান রয়্যালস।এ নিয়ে টানা তিন ম্যাচে জয় তুলে নিলো রাহুল দ্রাবিড়ের রাজস্থান। অন্যদিকে রাজস্থানের কাছে পরাজয়ে শচীনের মুম্বাই ইন্ডিয়ান্স টানা তিন ম্যাচে হারল।
মঙ্গলবার রাতে আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। নিজে ওপেনিংয়ে না নেমে উইকেটরক্ষক ব্যাটসম্যান পার্থিব প্যাটেলকে পাঠান অ্যারন ফিঞ্চের সঙ্গে।
তাদের কেউই সুবিধা করতে পারেননি। এর মধ্যে ফিঞ্চ সাজঘরে ফেরেন আহত হয়ে। এক পর্যায়ে ৪৫ রানে হারিয়ে বসে প্রথমসারির তিনজন ব্যাটসম্যানকে। এরপরও মুম্বাই ১৬৪ রানের লড়াইয়ের পুঁজি পায় কোরি অ্যান্ডারসন আর কাইরন পোলার্ডের ঝড়ো ব্যাটিংয়ে।
পোলার্ড ৩৪ বলে ৭০ রান করেন, ৭ চার ও ৫ ছক্কায়। আর ৩৮ বলে ৫০ রান করেন অ্যান্ডারসন, যাতে রয়েছে ৫ চার ও ৩ ছক্কা।
রাজস্থানের পক্ষে টিম সাউদি, ক্রিস মরিস, স্টুয়ার্ট বিনি, ধবল কুলকার্নি এবং টাম্বে একটি করে উইকেট পান।
তবে ১৬৪ রানের লক্ষ্য রাজস্থান পেরিয়ে যায় অধিনায়ক স্টিভেন স্মিথের হার না মানা ৫৩ বলে ৭৯ রানের ইনিংসে। স্মিথের ইনিংসে রয়েছে ৮টি চার ও একটি ছক্কা। এছাড়া জয়ে ভূমিকা রাখেন ওপেনিংয়ে আজিঙ্কা রাহানে ৩৯ বলে করেন ৪৬ রান করে।
মুম্বাইয়ের বিনয় কুমার, লাসিথ মালিঙ্গা ও কোরি অ্যান্ডারসন একটি করে উইকেট তুলে নেন।

 

বাংলাদেশ সময়: ১২:০১:২৪   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ