বর্ণিল শোভাযাত্রায় জনতার ঢল

Home Page » আজকের সকল পত্রিকা » বর্ণিল শোভাযাত্রায় জনতার ঢল
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০১৫



5r.jpgতমাল সাহা,বিশেষ প্রতিনিধিঃআশ্চর্য ছুটে চলে সময়। আপন নিয়মে বয়ে যায়। আজ যা নতুন, সময়ের ছুটে চলায় তা পেছনে পড়ে। পুরনো হয়। সেই অমোঘ নিয়মে পুরনো হয়েছে আরও একটি বছর। গত হয়েছে। কবিগুরুর ভাষায়- বৎসরের আবর্জনা দূর হয়ে যাক/যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি/অশ্রুবাষ্প সুদূরে মেলাক…। আর তারপর নতুনের আবাহন। কবির ভাষায়- বাজেনি নাকাড়া, নহবৎ ধ্বনি, সানাই অথবা শাঁখ/তবু এসে গেছে নব পল্লবে, নব উৎসবে,/ নব জীবনের নব অনুভবে…, বৈশাখ…। হ্যাঁ, আজ অভূতপূর্ব সাংস্কৃতিক জাগরণের দিন পহেলা বৈশাখ। ১৪২২ বঙ্গাব্দের প্রথম দিন। আজকের প্রার্থনা- মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা…। শুদ্ধ সুন্দর এ প্রার্থনার মধ্যদিয়ে নতুন করে শুরু করবে বাঙালী। পুরনো দিনের শোক-তাপ-বেদনা-অপ্রাপ্তি-আক্ষেপ ভুলে অপার সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করবে। দুই হাতে অন্ধকার ঠেলে, সকল ভয়কে জয় করার মানসে নতুন করে জেগে উঠবে বাঙালী।উপজেলা প্রশাসনের আয়োজনে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সর্বস্তরের লোকজনের সমন্বয়ে উপজেলা পরিষদ চত্বরে দুইদিন ব্যাপী বৈশাখী মেলা ও বাংলা নববর্ষ-১৪২২ উদযাপন করা হয়।দিবসের মধ্যে ছিল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মোরগের লড়াই,দাড়িঁয়াবান্দা,হা-ডু-ডু খেলা,পান্তা উৎসব,ঘুড়ি উৎসব। অসাম্প্রদায়িক চেতনায় বাঙ্গালী ঐতিহ্য সংস্কৃতিকে ধারন করে দেশের বিরুদ্ধে যড়যন্ত্রকারীদের রুখার প্রতিজ্ঞায় বাংলা নববর্ষ উদ্যাপন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেয়র শ ম জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম খান, মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন চুন্নু,ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তাং,মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, প্রমুখ। এছাড়া স্থানীয় তেরী বাজার ঘাট ঘুড়িঁর চর এ দিনব্যাপী ঘুড়িঁ উৎসব, উপজেলায় সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর আলম সাজুর আয়োজনে দেবথৈল খেলার মাঠে পাঁচ দিন ব্যাপী নানা আয়োজনে বৈশাখী মেলা,সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন,শিমুলতলীতে স্থানীয় ও অতিথি শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখীমেলার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:০৫:১২   ৫২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ