ঘরের মাঠে হারল মুম্বাই

Home Page » ক্রিকেট » ঘরের মাঠে হারল মুম্বাই
সোমবার, ১৩ এপ্রিল ২০১৫



ipl_bg_793617554.jpgবঙ্গ নিউজ ডটকমঃ আইপিএলের অষ্টম আসরের সপ্তম ম্যাচে জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৮ রানে হারিয়েছে পাঞ্জাব।

আগে ব্যাটিং করা পাঞ্জাবের দুই ওপেনার শুরুটা বেশ ভালোই করে। ৬০ রানে প্রথম উইকেট হারায় পাঞ্জাব। বিরেন্দর শেওয়াগ ওপেনিংয়ে নেমে পুরোনো চেহারায় ফেরেন। মাত্র ১৯ বলে ৩৬ রান করেন শেওয়াগ। আরেক ওপেনার মুরালি বিজয় ২৯ বলে ৩৫ রান করে বিদায় নেন।

তিন নম্বরে নামা গ্লেন ম্যাক্সওয়েল মাত্র ৬ রান করে সাজঘরে ফেরেন। ডেভিড মিলার করেন ২৩ বলে ২৪ রান। আর ব্যাটে ঝড় তুলে পাঞ্জাব দলপতি জর্জ বেইলি ৩২ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। বেইলির ইনিংসে ছিল ৪টি চার আর তিনটি ছক্কা।

নির্ধারিত ২০ ওভারে পাঞ্জাবের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান।

মুম্বাইয়ের হয়ে দুটি করে উইকেট নেন লাসিথ মালিঙ্গা এবং হরভজন সিং।

১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫৯ রানে থেমে যায় মুম্বাইয়ের ইনিংস। ওপোনর রোহিত শর্মা কোনো রান না করতেই ফিরে যান। আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ করেন মাত্র ৮ রান। আদিত্য তারে, আম্বাতি রাইডু, কোরি অ্যান্ডারসন এবং কিরন পোলার্ড ফেরেন দলীয় ৫৯ রানের মাথায়।

দলীয় ৫৯ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে মুম্বাইকে জাগিয়ে তোলেন হরভজন সিং এবং জগদিশা সুচিথ। ১০০ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যান তারা। ২১ বলে ৪টি চার আর দুটি ছয়ে জগদিশা করেন অপরাজিত ৩৪ রান।

অপর প্রান্তে থাকা হরভজন সিং টপঅর্ডারের ব্যাটসম্যানদের লজ্জা দিয়ে খেলেন ইনিংস সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস। হরভজনের ইনিংসে ছিল ৫টি চার। তবে, ডানহহাতি এ স্পিনার যেন ব্যাটসম্যান বনে গিয়ে বিশাল বিশাল ছক্কা হাঁকান ৬টি। শেষ ওভারের পঞ্চম বলে আউট হওয়ার আগে হরভজনের মোকাবেলা করা বলের সংখ্যা মাত্র ২৪টি।

নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রানে থেমে যেতে হয় মুম্বাইকে। ম্যাচ সেরা হন জর্জ বেইলি।

বাংলাদেশ সময়: ১১:৪২:৩৩   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ