সরকারের আচরণের উপযুক্ত জবাব দেবে জনগণঃ বিএনপি

Home Page » প্রথমপাতা » সরকারের আচরণের উপযুক্ত জবাব দেবে জনগণঃ বিএনপি
রবিবার, ১২ এপ্রিল ২০১৫



0.jpgবঙ্গনিউজ ডটকমঃ আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হলে জনগণ বিএনপি সমর্থিত প্রার্থীদের জিতিয়ে সরকারের আচরণের উপযুক্ত জবাব দেবে বলে মন্তব্য করেছেন বক্তারা।

রোববার (১২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারিরা এ মন্তব্য করেন।

এসময় বক্তারা গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনুরুদ্ধারসহ বিএনপি’র সব পর্যায়ের নেতাকর্মীদের মুক্তি এবং সুষ্ঠু ও অবাধ সিটি নির্বাচনের দাবি জানান।

বক্তারা বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে তিন সিটি নির্বাচনে বিএনপি প্রার্থীরা বিজয় লাভ করে, বর্তমান সরকারের অবৈধভাবে ক্ষমতা দখলের সমুচিত জবাব দেবে।

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে দু’টি অবৈধ নির্বাচন (১৯৭২ ও ০৫ জানুয়ারি, ২০১৪) হয়েছে। এ ধরনের নির্বাচন থেকে বিরত থাকুন।

বাংলাদেশ একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, গণতন্ত্র রক্ষায় মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) আরও মেরদণ্ড সোজা ও শক্ত করতে হবে। ইসি যদি ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাহলে জনগণ ক্ষমা করবে না।

সম্প্রতি যশোরে পুলিশের আইজিপির বক্তব্য ধরে বক্তারা বলেন, এতদিন বাংলাদেশ কাগজে-কলমে একটি পুলিশি রাষ্ট্র ছিল, এখন পুরোপুরি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে।

সিটি নির্বাচন নিয়ে বক্তারা বলেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে বিএনপি নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। এছাড়া অনেকে মামলা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। প্রার্থীদের পুলিশি হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও প্রচারণায় বাধা দেওয়া চলবে না। ইসিকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

এছাড়াও বক্তারা বিএনপি সমর্থিত তরুণ ভোটাদের ভোট দেওয়ার আহ্বান জানান।

ড্যাব সভাপতি ডা. এ এম আজিজুল হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ড. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য শওকত মাহমুদ, সাংবাদিক রুহুল আমিন গাজী, আফরোজা আব্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮:৩৭:৫৩   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ