ক্ষেপেছেন নেইমার, ক্ষেপেছেন এনরিক

Home Page » খেলা » ক্ষেপেছেন নেইমার, ক্ষেপেছেন এনরিক
রবিবার, ১২ এপ্রিল ২০১৫



81.jpgবঙ্গনিউজ ডটকমঃ লা লিগার চলতি আসরে সেভিয়ার ঘরের মাঠে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা জয় নিয়ে ফিরতে পারে নি। দুই গোলে এগিয়ে থেকেও ২-২ গোলের ড্র নিয়ে আর পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয় লুইস এনরিকের শিষ্যদের।

তবে, ম্যাচের ফলাফল নিয়ে যতটা না আলোচনা হচ্ছে তার থেকে বেশি সমালোচনা হচ্ছে ব্রাজিল তারকা নেইমারকে মাঠ থেকে তুলে নেওয়ায়। ফুটবল বোদ্ধা থেকে শুরু করে মিডিয়া কর্মীরা এ কারণে লুইস এনরিকের সমালোচনায় মেতে উঠেছেন।

ম্যাচের ১৪ মিনিটের মাথায় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির গোলে এগিয়ে যায় কাতালানরা। মেসির গোলের যোগানদাতা ছিলেন নেইমার। আর দলের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমার। ম্যাচের ৩১ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন নেইমার।

দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটের মাথায় নেইমারকে মাঠ থেকে তুলে নিয়ে এনরিক বদলি খেলোয়াড় হিসেবে মাঠে পাঠান জাভিকে। মাঠ ত্যাগের সময় নেইমার বেশ রাগ প্রকাশ করেন। মাঠের বাইরে গিয়ে তিনি নিজের বুট জোড়া খুলে ছুঁড়ে মারেন।

ম্যাচ শেষে সংবাদকর্মীরা এনরিককে মাঠ থেকে তুলে নেওয়ার কারণ জিজ্ঞাসা করলে এনরিক এ প্রসঙ্গে কোনো কথা বলতে রাজি হন নি। এ সময় তিনি বলেন, আমি এ ব্যাপারে কারো সাথে কথা বলতে চাই না। আর যারা এ বিষয়টি নিয়ে জল ঘোলা করার চেষ্টা করছেন, তারা ‘ননসেন্স’। আমি ননসেন্সদের সাথে কথা বলতে চাইনা।

এনরিক আরও বলেন, আমি চেয়েছিলাম ম্যাচ জিতে পূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করতে। নেইমারকে যখন তুলে নেওয়া হয় সে সময় আমার গেম প্লান ছিল মাঝমাঠের শক্তি বাড়ানো। আমি সেটাই করেছি মাত্র।

সেভিয়ার বিপক্ষে এ ম্যাচে ড্র করলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে বার্সেলোনা। ৩১ ম্যাচ খেলে বার্সার সংগ্রহ ৭৫ পয়েন্ট। সমান ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৩ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৮:২৭:১০   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ