কামারুজ্জামানের পক্ষ নিলেন খালেদা জিয়াঃ হাসানুল হক ইনু

Home Page » প্রথমপাতা » কামারুজ্জামানের পক্ষ নিলেন খালেদা জিয়াঃ হাসানুল হক ইনু
রবিবার, ১২ এপ্রিল ২০১৫



52.jpgবঙ্গনিউজ ডটকমঃ যুদ্ধাপরাধে কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার পরও কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নীরবতার মাধ্যমে কামারুজ্জামানের পক্ষ নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার(১২ এপ্রিল’২০১৫) সচিবালয়ে এক মতবিনিময় সভা শেষে তথ্যমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নীরবতার মধ্য দিয়ে কামারুজ্জানের পক্ষ নিলেন।কারণ কামারুজ্জামান তার ক্ষমতার পার্টনার ছিলেন। সুতরাং আজকে সন্দেহাতীতভাবে প্রমাণ হলো, খালেদা জিয়া জেনে-শুনে একজন যুদ্ধাপরাধীকে ক্ষমতার পার্টনারশিপ করেছিলেন, কেবলমাত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য।

মানবতাবিরোধী অপরাধে শানিবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির রায় কার্যকর করা হয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের।

তবে কয়েকটি গণমাধ্যমে কামারুজ্জামানকে ইসলামী চিন্তাবিদ ও মোল্লা হিসেবে আখ্যায়িত করায় তার সমালোচনাও করেন ইনু।

ইনু বলেন, তিনি(কামারুজ্জামান) কোনো ইসলামী চিন্তাবিদ নন, ধর্মীয় নেতাও ছিলেন না। তিনি রাজনৈতিক দলের কর্মী এবং যুদ্ধাপরাধী। রাজনৈতিক দলের কর্মীকে ইসলামী চিন্তাবিদ, ধর্মীয় নেতা, আলেম হিসেবে বলাটা মিথ্যাচার ও বিকৃত তথ্য। বিসিসি, সিএনএন বললে সেটা দুঃখজনক।

গণমাধ্যমকর্মীদের ভারসাম্যের নীতিতে না চলে আইনের পক্ষে, অপরাধের বিপক্ষে অবস্থানের কথা বলেন ইনু।

খালেদা জিয়াকে ‘আগুন সন্ত্রাসী’ আখ্যায়িত করে ইনু বলেন, সিটি করপোরেশন নির্বাচনের ডামাডোলে আগুন সন্ত্রাসীদের চক্রান্ত ধামাচাপা দেওয়া যাবে না। আপনাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

এর আগে অনলাইন নীতিমালা নিয়ে বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে এ বৈঠক করেন তথ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৭:১৩:৩৭   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ