বার্ন ও প্লাস্টিক সার্জারির উন্নত চিকিৎসা কমাবে মৃত্যু

Home Page » স্বাস্থ্য ও সেবা » বার্ন ও প্লাস্টিক সার্জারির উন্নত চিকিৎসা কমাবে মৃত্যু
রবিবার, ১২ এপ্রিল ২০১৫



untitled-1_112710.jpgঢাকা: বার্ন ও প্লাস্টিক সার্জারির উন্নত চিকিৎসা দেশে থাকলে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃতের সংখ্যা কিছুটা কমবে। এছাড়া চিকিৎসকদের উন্নতমানের শিক্ষা, প্রশিক্ষণ এবং গবেষণাই পারে সফলতা আনতে।

শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে জার্মানের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এসব কথা বলেন। এদিন ‘বার্ন, প্লাস্টিক ও রিকনস্ট্রাকশান সার্জারি’ বিষয়ে বিশেষজ্ঞ দলটি বিএসএমএমইউ’র শিক্ষক ও চিকিৎসকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

তারা বলেন, উন্নত বিশ্বে এ চিকিৎসা ব্যবস্থা অনেক এগিয়ে যাচ্ছে। বার্ন ও প্লাস্টিক সার্জারির অনেক জটিল অপারেশন এখন সহজ হয়েছে। উন্নত চিকিৎসা ব্যবস্থা এসব রোগীদের স্বাভাবিক জীবন দিতে পেরেছে।

জার্মানির বিজিইউ হাসপাতালের প্লাস্টিক-বার্ন-হ্যান্ড সার্জারি বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক. ডা. হেনিজ-হার্বাট হোমান্ন বলেন, একটা সময় যেটা অসম্ভব ছিল বর্তমানে চিকিৎসা বিজ্ঞান সেটা সম্ভব করেছে। বার্ন ও প্লাস্টিক সার্জারি নিয়ে প্রতিনিয়ত চলছে গবেষণা। এসব গবেষণা-প্রশিক্ষণের কারণে অনেক রোগী স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে।

গুরুত্বপূর্ণ এই লেকচার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার। বিশেষ অতিথি ছিলেন ডা. হাবিবে মিল্লাত এমপি, বিএসএমএমইউ’র কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান।

‘লস এন্ড রিসটোরেশন অফ মটর ফানকশন’ বিষয়ে লেকচার প্রদান করেন জার্মানির বিজিইউ হাসপাতালের প্লাস্টিক-বার্ন-হ্যান্ড সার্জারি বিষয়ক বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডা. হেনিজ-হার্বাট হোমান্ন, এবং ‘হ্যান্ড ফ্লাপস এন্ড এসথেটিক ব্রেস্ট এ্যাসাইম্মেট্রি’ বিষয়ে লেকচার প্রদান করেন ইন্টারপ্লাস্ট হাঙ্গেরি, ফাউন্ডার এন্ড বোর্ড মেম্বার ফর বাংলাদেশ, ডা. জিরেগ প্যাটাকি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩:১৮:১৬   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

স্বাস্থ্য ও সেবা’র আরও খবর


২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
ষাটোর্ধ্ব মানুষ আগে পাবেন করোনার টিকার চতুর্থ ডোজ : স্বাস্থ্যমন্ত্রী
কিছু লোক দেশের চিকিৎসায় আস্থা রাখতে পারে না-শেখ হাসিনা
বাড়ির আঙ্গিনাতেই আছে ওজন কমানোর উপায়
মারাত্মক আঘাত হানতে পারে সিত্রাং দেশের ১৩ জেলায়
অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
৭৫ দেশে ছড়িয়ে গেছে মাঙ্কিপক্স , সর্বোচ্চ সতর্কতা জারি
আবার করোনার পাগলা ঘোড়া, এক লাফে মৃত্যু ১২!

আর্কাইভ