কুমিল্লায় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ (ভিডিও)

Home Page » প্রথমপাতা » কুমিল্লায় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ (ভিডিও)
রবিবার, ১২ এপ্রিল ২০১৫



শাহপরান-কুমিল্লা প্রতিনিধি: শনিবার কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রলীগের কর্মী সম্মেলন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সম্মেলণকে কেন্দ্র স্থানীয় ছাত্রলীগের বিবদমান দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ের পৃথক ঘটনা ঘটেছে।

এসময় গুলিবিদ্ধ হয়ে ৫ জনসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। গুলিবিদ্ধ হয়ে আহত সাইফুল ইসলামের অবস্থা আশংকাজনক।

শনিবার বিকালে নগরীর কান্দিরপাড় এলাকায় এবং সকালে কুবি ক্যাম্পাসে পৃথক এ দুটি ঘটনা ঘটে। এসময় কান্দিরপাড় ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।রাতে কোতয়ালী মডেল থানার ওসি মো. খোরশেদ আলম জানান, ৪৫ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড গ্যাসগান ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এদিকে রাতে নগরীর কান্দিরপাড় ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছে বলে জানা জায় ।

জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রলীগের কর্মী সম্মেলন উপলক্ষে শনিবার কুমিল্লায় আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এএইচএম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ নেতৃবৃন্দ।

বিকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে সম্মেলন শেষ করে বিকাল ৫টার দিকে তারা ঢাকার উদ্দেশ্যে সম্মেলনস্থল ছেড়ে যান। এসময় দলীয় পদ-পদবীকে কেন্দ্র করে ছাত্রলীগের স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন সমর্থিত গ্রুপ ও জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অ্যাড. আফজল খান গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে টাউন হল মাঠ ও কান্দিরপাড় এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে উভয়গ্রুপে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে ৫ জনসহ কমপক্ষে ২৫ জন আহত হয়।

কুবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি
এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় কমপক্ষে ২০/২৫ রাউন্ড গুলি বিনিময় হয়। শনিবার দুপুরে অনুষ্ঠেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সম্মেলন উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দের আগমন ও এ নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল পৌনে ১০টার দিকে ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে শনিবার সকালে প্রশাসনিক ভবনের সামনে কুবি ছাত্রলীগের আহবায়ক মাহমুদুর রহমান মাসুম ও কুবি ধীরেন্দ্রনাথ দত্ত হলের ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এ সময় উভয়পক্ষে কমপক্ষে ২০/২৫ রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজের অভিযোগ, সকালে মাহমুদুর রহমান মাসুম কেন্দ্রীয় নেতাদের সামনে নিজের আধিপত্য দেখানোর জন্য স্থানীয় বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে আসেন। এসময় তারা অসংখ্য ফাঁকা গুলি বর্ষণ করে ক্যাম্পাসে আতংক সৃষ্টি করে।
এ ব্যাপারে মাহমুদুর রহমান মাসুম প্রতিপক্ষের বিরুদ্ধে একই ধরণের পাল্টা অভিযোগ করেন। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি প্রশান্ত পাল জানান, বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংঘর্ষের ভিডিও চিত্রের লিংক:

https://www.youtube.com/watch?v=LP9RsQD9fXU

বাংলাদেশ সময়: ১৩:০৫:২৬   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ