৪ শতাংশে নামবে বাংলাদেশে দারিদ্র্যের হারঃড. আতিউর রহমান

Home Page » অর্থ ও বানিজ্য » ৪ শতাংশে নামবে বাংলাদেশে দারিদ্র্যের হারঃড. আতিউর রহমান
শনিবার, ১১ এপ্রিল ২০১৫



46.jpgবঙ্গনিউজ ডটকমঃ বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হলে ২০৩৫ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার কমে ৪ শতাংশে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

রাজধানীতে বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের এক গবেষণায় উঠে এসেছে, বর্তমান উন্নয়নের প্রবৃদ্ধি বজায় থাকলে ২০৩৫ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ৪ শতাংশে নেমে আসবে। আর সেই লক্ষ্যে কাজ চলছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

তিনি বলেন, সর্বশেষ বোর্ড মিটিংয়ে গাভী ও দুগ্ধজাত পণ্যের উন্নয়নে ২০০ কোটি টাকার পুনঃঅর্থায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি মসলায় ৪ শতাংশ সুদে ঋণ দেওয়া যায় তাহলে গাভীতে কেন ৫ শতাংশ দেওয়া যাবে না। বাংলাদেশ ব্যাংক সর্বশেষ বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে অর্থমন্ত্রণালয়কে মাত্র ৫ শতাংশ ঘাটতি দিতে হবে। গ্রামের ঘোষ বাড়ির মেয়েরা এই প্রকল্পে ঘি, পনিরসহ দুগ্ধজাত নানা দ্রব্য তৈরি করতে পারবেন।

অন্যদিকে মোবাইল ব্যাংকিংয়ে পোশাক শিল্পের নারী শ্রমিকদের যুক্ত করা গেলে বিশাল বিপ্লব সম্ভব হবে বলেও জানান গভর্নর।

ড. আতিউর বলেন, প্রযুক্তির ব্যবহার করে লিঙ্গ বৈষম্য কমানো সম্ভব। মোবাইল ব্যাংকিংয়ে ইতোমধ্যে ২ কোটি ৬০ লাখ হিসাব খোলা হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে আমাদের মোবাইল ব্যাংকিং সেবা প্রশংসিত হয়েছে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের অর্থনীতি এশিয়ার যেকোন দেশের তুলনায় স্থিতিশীল অবস্থায় রয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনে যাতে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে সে বিষয়ে নানা পদক্ষেপ বাংলাদেশ ব্যাংক নিয়েছে।

বিআইবিএম’র মহাব্যবস্থাপক (ডিজি) তৌফিক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৪৭   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ