কামারুজ্জামানের পরিবারকে দেখা করতে বলেছে কারাকর্তৃপক্ষ

Home Page » সংবাদ শিরোনাম » কামারুজ্জামানের পরিবারকে দেখা করতে বলেছে কারাকর্তৃপক্ষ
শনিবার, ১১ এপ্রিল ২০১৫



images12.jpgবঙ্গনিউজ ডটকমঃ যুদ্ধাপরাধী কামারুজ্জামানের সঙ্গে বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে পরিবারের সদস্যদের দেখা করতে বলেছে কারা কর্তৃপক্ষ বলে জানিয়েছেন তার আইনজীবী শিশির মনির।

কামারুজ্জামানের ফাঁসি আজ কার্যকর করা হতে পারে। প্রাণভিক্ষার জন্য তিনি কোনো আবেদন করবেন না বলে জানানোর পর গতকাল শুক্রবার তার ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু হয়। তবে কাল রাতে সব প্রস্তুতির পরও রায় কার্যকর করা হয়নি।

উল্লেখ্য, একাত্তরে বর্তমান শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামে গণহত্যা ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে হত্যার দায়ে ২০১৩ সালের ৯ মে ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন কামারুজ্জামান। বিচারকরা ওই আপিলও খারিজ করে দেন। এরপর গত বুধবার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। আর এতে কামরুজ্জামানের মৃত্যুদন্ড বহাল রাখা হয়।

পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার সকল আনুষ্টানিকতার পর রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছে দেয়া হয়। কারা কতৃপক্ষ রায় কামারুজ্জামানকে পড়ে শোনান। ওইদিন রাতেই কামারুজ্জামানের ফাঁসি কার্যকর অনেকটা নিশ্চিত ছিল কিন্তু কামারুজ্জামান তার আইনজীবীদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। পরে বৃহস্পতিবার সকালে তার আইনজীবীরা কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাত করেন।

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড চূড়ান্ত হয়ে যাওয়া কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা তা জানতে শুক্রবার সকালে তার কাছে যান দুজন ম্যাজিস্ট্রেট। কিন্তু কি কথা হয়েছে কামারুজ্জামানের সাথে তা নিয়ে কথা বলেন নি কেউই। তবে সন্ধ্যার পর আবারো ফাঁসি কার্যকর নিয়ে শুরু হয় নাটকীয়তা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান কামারুজ্জামানকে আর সময় দেয়া হচ্ছে না। চলছে কার্যকরের প্রস্তুতি।

এরপর থেকেই পাল্টাতে থাকে কারাগারের দৃশ্যপট। কারাগারের আশে পাশের নিরাপত্তা জোরদার করা হয়। কারাগারের ভিতরে একে একে প্রবেশ করেন জেল সুপার, সিভিল সার্জনসহ উর্দ্ধতন কারা কতৃপক্ষ। কিন্তু রাত নয়টায় পর আবারো কামারুজ্জামানের ফাঁসি কার্যকর থেকে সরে আসে কারা কতৃপক্ষ। পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান আগামীকাল শনিবার কার্যকর হবে কামারুজ্জামানের ফাঁসি।

বাংলাদেশ সময়: ১৪:২০:১৮   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ